বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগরী আমীর,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন,আগামী
১৯ জুলাই ঢাকার সমাবেশে লাখো জনতার ঢল প্রমাণ করবে এই জাতি সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ।তিনি
রাজধানীতে জাতীয় সমাবেশ কোনো দলের স্বার্থে নয়, এটি হচ্ছে একটি মুসলিম জনতার মুক্তির ডাক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে যে দু:শাসন, দুর্নীতি এবং অবিচার চলছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়াই আমাদের দায়িত্ব।
বৃহস্পতিবার (১০জুলাই) ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড়, ষ্টেশন রোড,স্বদেশী বাজার,দুর্গাবাড়ী, নতুন বাজার মোড়, শহরের বিভিন্ন পয়েন্টে ৭দফা দাবীতে আগামী ১৯জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
.
তিনি আরও বলেন, যে যেখানেই আছেন, সবাইকে এই মহাসমাবেশে যোগ দিতে হবে। শুধু দলের কর্মী নয়, সাধারণ মুসলিম জনতাকেও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আমাদের সবাইকে সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং আত্মনিয়োজিত হয়ে এই সমাবেশ সফল করতে হবে। মহানগর জামায়াতের প্রতিটি স্তরের নেতাকর্মীকে নিজ নিজ ওয়ার্ডে, মহল্লায় জনসংযোগ জোরদার করতে হবে।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দমন-পীড়নের ভয় নেই। ইতিহাস সাক্ষী, ইসলামপন্থীরা কখনো নির্যাতনের কাছে মাথানত করেনি। জামায়াতে ইসলামী অতীতেও রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার দেবে। কিন্তু সত্যের পথ থেকে পিছপা হবে না।
এসময় মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে নগরের গাঙ্গীনার পাড় এলাকায় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহ. সেক্রেটারী মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক আল হেলাল তালুকদার,কর্ম পরিষদ সদস্যহায়দার করিম, খন্দকার আবু হানিফ,ইঞ্জিনিয়ার আব্দুল বারী আজিজুর রহমান সহ মহানগর জেলা,সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।