আয়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত টিসিবির সয়াবিন তেল অবৈধভাবে মজুতকরণের অপরাধে ১৯টি কার্টুনে মোট ৩৪২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ কক্সবাজার সদর থানাধীনরুমালিয়ারছড়া এলাকা থেকে ০১ জন অবৈধ মজুতদার র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫ দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বাধীন এলাকায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে সার্বক্ষনিকভাবে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারী রেখে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজার জেলায় সরকারিভাবে ভর্তুকির বিভিন্ন চাল, তেল অবৈধভাবে মজুতকরণের বিষয়টি র্যাব-১৫ এর দৃষ্টিগোচর হয়। এ পরিপ্রেক্ষিতে র্যাব-১৫, কক্সবাজার উক্ত অবৈধ মজুতদার চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ০৫নং ওয়ার্ডের রোমালিয়াছড়া এলাকার হালিম ম্যানশন এর ২য় তলার ভাড়াটিয়া অরুণ কান্তি মিত্র’র ভাড়া বাসার ভিতর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বিপুল পরিমাণ মালামাল অবৈধ ভাবে সংগ্রহ করতঃ অধিক মুনাফায় কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুমান রাত ০২.০০ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকার হালিম ম্যানশন এর বাড়ির সামনে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে অরুণ কান্তি মিত্র নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো মতে তার হেফাজত হতে সর্বমোট ১৯টি কার্টুনে মোট ৩৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী তার নাম-ঠকানা প্রকাশ করে। এছাড়াও সে সরকারিভাবে ভর্তুকির বিভিন্ন চাল, তেল অবৈধভাবে মজুতকরণের উদ্দেশ্যে উক্ত স্থানে মজুদ করেছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয় অরুণ কান্তি মিত্র (৪৮), পিতা-মৃত শান্তি পদ মিত্র, সাং-হাশিমপুর (মিত্র পাড়া), হাশিমপুর ইউনিয়ন, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, এ/পি- সাং-রোমালিয়াছড়া, হালিম ম্যানশন এর ২য় তলার ভাড়াটিয়া, ০৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত টিসিবি এর বিপুল পরিমাণ মালামাল অবৈধ ভাবে সংগ্রহ পূর্বক অধিক মুনাফায় বিক্রয় করার উদ্দেশ্যে তার ভাড়াটিয়া বাসায় মজুদ রাখে। আসামীর বাসায় মজুদ থাকা সরকারী প্রতিষ্ঠান টিসিবির বর্ণিত মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি। অদ্য সরকারিভাবে ভর্তুকির বিভিন্ন চাল, তেল অবৈধভাবে মজুত উক্ত স্থানে মজুদ করেছিল এবং একপর্যায়ে উপরোল্লিখিত র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।