৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের মশাল প্রজ্বলনের দিনে মুন্সিগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প।বৃহস্পতিবার সকাল ১০টায় রসুলপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান, ব্যক্তিগত উদ্যোগে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ
ডা. মোঃ শামীম মিয়া,
ডা. রিফাত জাহান লিনা,
ডা. আমিনুর রহমান
এবং আরো অনেক অভিজ্ঞ চিকিৎসকগণ।
সেবা কার্যক্রমে পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।
আয়োজক আলহাজ্ব মজিবুর রহমান বলেন,
বর্তমান রাজনৈতিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সেই মানবিক দায়বদ্ধতাই পালন করছি।