1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইউএনও’র উদ্যোগে নজর কেড়েছে ভালুকাবাসীর মিথ্যা তথ্য সরবরাহ ও সংবাদের মাধ্যমে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোহাগ হত্যার বিচার দাবি জামায়াতের, বরগুনায় পরিবারকে সমবেদনা জানালেন জেলা আমীর ১৯শে জুলাই ঢাকায় সমাবেশ উপলক্ষে গনসংযোগ করে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামি আমাদের শহর আমরাই পরিষ্কার রাখব এই স্লোগানে সি/বি/পি ক্লিন-আপ ড্রাইভ -২০২৫ অনুষ্ঠিত হয় কক্সবাজারে ফরিদগঞ্জের সাফুয়া গ্রামে কৃষি জমি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার লাখাইয়ে বিষ পানে গৃহবধূর মৃত্যু কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ভোলা জেলা পুলিশের অপরাধ সভা অনুষ্ঠিত

৫৫ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা করলো শ্রীমঙ্গল পৌরসভা

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ জুলাই ২০২৫ : ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে শ্রীমঙ্গল পৌরসভা।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১টায় পৌরসভার মহসিন অডিটোরিয়ামে উন্মুক্ত অধিবেশনে ২০২৫-২০২৬ অর্থবছরের এ বাজেট ঘোষণা করা হয়।
এ বাজেট ঘোষণা করেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। বাজেট অধিবেশনে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম নাগরিক সুবিধা ও পৌরসভার নানান সম্ভাবনার দিক তুলে ধরেন।
বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, শ্রীমঙ্গলে স্যানিটেশনের দিক দিয়ে বেশিরভাগ জায়গা এখনো রেড জোনের মধ্যে আছে। আমরা সে জায়গা গুলোতে কাজ করতে চাচ্ছি। যেহেতু শ্রীমঙ্গল ট্যুরিস্ট অধুষ্যিত এলাকা তাই আমরা শহরের সৌন্দর্য বর্ধন, পাবলিক টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আরো বেশি কাজ করার কথা ভাবছি।
তিনি বলেন, এবারের বাজেটে উন্নয়ন, সংস্থাপন ও পানি সরবরাহ খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে। এছাড়াও শহরের জলাবদ্ধতা দূরীকরণে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। পৌরসভার সকল কর্মকর্তাদের নিয়ে আমাদের মূল কাজ হচ্ছে নাগরিক সুবিধা নিশ্চিত করা আর আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
বাজেটে উন্নয়ন খাতের আয় ৩১ কোটি ৯ লক্ষ টাকা এবং রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লক্ষ পাঁচ হাজার টাকা।
এছাড়া সংস্থাপন ব্যয় রাখা হয়েছে ৮ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা। শিক্ষা ব্যয় ২০ লাখ, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী (স্যানিটেশন) ব্যয় ২ কোটি ১২ লাখ। বৃক্ষ রোপণ ও রক্ষনাবেক্ষণ ব্যয় ৫ লাখ, জাতীয় দিবস উদযাপন ও অন্যান্য ১৫ লাখ। পানি সরবরাহ খাতে ২ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা, সড়ক বাতি উন্নয়ন ব্যয় ১০ লাখ, জরুরি ত্রাণ খাতে ২০ লাখ, ডেঙ্গু, করোনা ভাইরাস ও নালা নর্দমা পরিস্কার-পরিচ্ছন্ন ব্যয় ১ কোটি ৯৭ লাখ, খেলাধুলা ও সংস্কৃতি ব্যয় ৫ লাখ ৫০ হাজার, পারস্পরিক শিখন-প্রশিক্ষণ ব্যয় ৫ লাখ, হতদ্ররিদ্র শিক্ষার্থীদের প্রশিক্ষণ ব্যয় ৭ লাখ, পৌর এলাকার যানজট নিরসন ও ব্যবস্থাপনা ব্যয ১৪ লাখ এবং নারী উন্নয়ন ব্যয় ৩ লাখ ৫০ হাজার টাকা।
আধুনিক, পরিচ্ছন্ন, স্মার্ট পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েই এই বাজেটটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
প্রস্তাবিত এই বাজেটে পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক প্রস্তাবিত বাজেটটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাহবুবুল আলম পাটোয়ারী, পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা। বাজেট অধিবেশন সঞ্চালনা করেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক।
বাজেট অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, পৌর বিএনপির আহবায়ক ও ব্যবসায়ী নেতা শাহীন আহমেদ প্রমুখ।
বাজেট অনুষ্ঠানে পৌরসভা পরিচালনা কমিটি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীমহল উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com