কেন্দ্রীয় বিএনপির কর্মসুচির অংশ হিসেবে আগামী ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতন দিবস উদযাপন সফল করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা,পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে গতকাল বুধবার বিকেলে কর্মীসভা উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা বিএনপি সাধারণ সম্পাদক এ্যড. আব্দুল ওহাব,এস এম তাজুল ইসলাম, মাহবুব আলম মানিক, বুলবুল ইসলাম, আব্দুল করিম, হারুনুর রশিদ, আনোয়ারুল ইসলাম, রাসেল মাহমুদ সবুজ, মীর শাকলাইন আলম সীমান্ত, যুবদল নেতা আব্দুল্লাহ জোবায়ের, মাহাদী হাসান তমাল,কৃষকদল নেতা জহুরুল ইসলাম ঠান্ডু, তোফায়েল আহম্মেদ সাবু, ছাত্রদল নেতা বিপুল রহমান , মীর মুন, আল-আমিন, মহিলা দল নেত্রী মিনারা বেগম, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি প্রমুখ।