পুরাতন ঐতিহ্য ধরে রাখতে ৬০ বছর যাবত জুতা, স্যান্ডেল , স্কুল ব্যাগ, মেরামত করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ,। তিনি হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার, খরচাকা গ্রামের মৃত শী মাহেন্দ্র চন্দ্র এর ছেলে, শ্রী নীরেন চন্দ্র। গত ১৯ শে নভেম্বর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাটে , কথা হয় এ প্রতিবেদক এর সাথে, এক আলাপকালে ৭৬বছর বয়সী বৃদ্ধ শী নীরেন চন্দ বলেন ১৯৪৮ সালে তার জন্ম, প্রাথমিক বিদ্যালয় এর গন্ডি পেরিয়ে, অনুমানিক ১৬ বছর বয়সে বসেন বিয়ের পিড়িতে।এর পর ১৯৬৪ রাজশাহী শহরের আদালত চত্বর সংলগ্ন অক্টোর মোড়ে, শুরু করেন জুতা, স্যান্ডেল, স্কুল ব্যাগ মেরামতের কাজ। আদালত সংলগ্ন ওই মোড়ে অন্তত ৩০-৩৫ বছর যাবৎ জুতা, স্যান্ডেল,স্কুল ব্যাগ, মেরামোতের কাজ করেছেন। তিনি জানান ওই সময় যাদের কাজ করেছেন। তার মতে সাধারণ মানুষ ছিল খুবই কম, বেশিরভাগই ছিল, জজ, ব্যারিস্টার, উকিল, প্রশাসনিক কর্মকর্তা, সহ নামি দামি লোক। উল্লেখিত ব্যক্তিরা কাজের পারিশ্রমিক ছাড়াও, কাজ পছন্দ হলে, বকশিস দিতেন অনেকে বলে জানান নীরেন চন্দ্র । তিনি আরো জানান পৈত্রিক সূত্রে পাওয়া ভিটেমাটি ছাড়া তার কোন জমি জায়গা নেই। ভুতা, স্যান্ডেল, ব্যাগ, মেরামত করেই । কোনরকমে খাইয়ে পরিয়ে বড় করে। তিন ছেলে ও এক মেয়ের বিয়ে দিয়েছেন কয়েক লক্ষাধিক টাকা খরচ করে। ৩ ছেলের মধ্যে ২ ছেলে নাপিত, এক ছেলে আমার এ পেশাতেই যুক্ত। তিনি আরো জানান বয়সের ভারে এখন আর তিনি শহরে যেতে পারেন না। বর্তমানে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলর রাজাবাড়ী বাজারে সপ্তাহে দুইটি হাট বসে । ২ হাটে সপ্তাহে ৫০০ থেকে ১০০০ টাকা আয় হয় নীরেন এর । এ আয় ছাড়া ছেলে মেয়েরা কিছু হালকা পাতলা সাহায্য করে, এখান থেকেই চলে , স্বামী স্ত্রী সংসার । যতদিন জীবিত আছেন পুরাতন ঐতিহ্য ধরে রাখতে ও নিজের হাত খরচের জন্য এ পেশায় যুক্ত থাকবেন বলে জানান ৭৬ বয়সী বৃদ্ধ নীরেন চন্দ্র।