যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস। এ সময় তিনি নানা অনিয়মের অভিযোগ আদি ঘোষ ডায়েরীর মালিক প্রদুৎ ঘোষকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪ (১) ও ৪১ ধারায় ২ হাজার এবং একই ধারায় নিউ সাতক্ষীরা ঘোষ ডায়েরীর মালিক সুশান্ত ঘোষকে ২ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে নিষিদ্ধ পলেথিন মজুদের অভিযোগে ব্যবসায়ী মোঃ নয়নকে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ (ক) ও ১৫/১ ধারায় ৫ হাজার টাকাজরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় বিএসটিআই এর কর্মকর্তা ও থানা পুলিশ উপ¯ি’ত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, নানা অনিয়মের কারনে তিন ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।