1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু! পাবনার জেলা রেজিস্ট্রার দ্বীপক’র অপসারণের দাবিতে মানববন্ধন রাবি ছাত্রদলের সভাপতি রাহী, সম্পাদক জহুরুল মাধবপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা,কেরানীগঞ্জ থেকে স্বামী গ্রেপ্তার বাইরে থেকে নয়,দেশের সমস্যার সমাধান দেশে থেকেই করতে হবেঃ মির্জ ফখরুল অধ্যাপক তুলসীর স্যারের বাড়িতে হামলার প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ-মানববন্ধন কুড়িগ্রামের ফুলবাড়িতে দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার এবং ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ কয়রায় অনলাইন জিডি কার্যক্রম শুরু: আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্তের সূচনা নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড যশোরে জমি নিয়ে সৎ ভাইদের তাণ্ডব, ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রাজধানীর বনানীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

রিয়াদ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৬১৯ বার পড়া হয়েছে
রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) রাত ৮ টার দিকে মহাখালীর সাততলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে দু’পক্ষের অন্তত ১০ জন শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, মূলত মহাখালী সাততলা বস্তির ইলিয়াস গ্রুপ আর রুবেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটলেও পরে স্থানীয় ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতারাও দু’পক্ষের হয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ইলিয়াস বনানী থানা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইউসুফ সরদার সোহেলের অনুসারী। রুবেল বনানী থানা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতা সাদমান নিহাল অরিনের অনুসারী।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, রুবেল গ্রুপের নাঈম (৩২), পনির (৩৭) মোঃ মিজান ওরফে অটো শামীম (৩৮)। ইলিয়াস গ্রুপের মোঃ সোহাগ (৩৫)।
আহত মোঃ মিজান ওরফে অটো শামীম মহাখালী ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ (আইপিএইচ) স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য।‌
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও মহাখালী সাততলা বস্তির অবৈধ গ্যাস সংযোগের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতা ইলিয়াস গ্রুপ আর রুবেল গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ইলিয়াস গ্রুপের লোকেরা ছুরি, চাপাতি, রামদা নিয়ে রুবেল গ্রুপের লোকেদের উপর হামলা চালায়। দু’গ্রুপের বিরোধ বহু পুরোনো।
বনানী থানাধীন মহাখালী সাততলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সিদ্দিকুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com