যশোরের চৌগাছায় একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছেন ভ্রম্যমান আদালত। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পুরাতন সোনালী ব্যাংক ভবনে অবস্থিত গল্প কুঠির রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীসহ নানা অনিয়মের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আরিফ
হোসেনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।