1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডাকাতি করতে এসে মা-ছেলেকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড হাফিজ ইব্রাহিমকে নিয়ে ফেসবুকে অপ-প্রচার কিশোর গ্যাং লিডার দৌলতখানের সাবেক মেয়র পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মুরাদনগরে প্রজেক্টে বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ অনলাইন জুয়ায় আসক্ত, সর্বস্বান্ত কয়েক হাজার পরিবার নেত্রকোনা ১ আসনের আওয়ামীরীগের সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী সাহেবের ফেসবুক পোষ্টে নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরন আওয়ামী লীগের একটি নেতা-কর্মীও বিএনপির হাতে মারা যায়নি’- গৌরীপুরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নয়ন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দুর্নীতি বিরোধী মানববন্ধন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারময়ান জনাব তারেক রহমানের বার্তা নিয়ে, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোঃনুরুল ইসলাম (নয়ন) বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ও মোটর সাইকেল চালকের মৃত্যু

বরিশালে জাতীয় পাট দিবস পালিত

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বরিশালে জাতীয় পাট দিবস – ২০২৪ পালিত হয়। এসব আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা ও র‍্যালি। আজ (৬ মার্চ) সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, বিভিন্ন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পাটচাষী ও পাটপণ্যের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় গৌতম বাড়ৈ আমাদের আবহমান কালের দেশীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে পাট ও পাটপণ্যকে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করে তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এসময় তিনি পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষা করতে এবং পাট চাষে কৃষকদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পাটপণ্যের ব্যবহার ও চাহিদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্য অতিথির মাঝে বক্তৃতা করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক। তাঁদের বক্তব্যে দেশের স্বাধিকার আন্দোলনের সুদীর্ঘ ইতিহাসে আদমজী জুটমিলসহ নানা স্থানের পাটশ্রমিকদের অবদান, উচ্চ মানসম্পন্ন পাটপণ্যের প্রচার ও প্রসার, পাটশিল্পকে এগিয়ে নিতে বিভিন্ন দপ্তর ও অংশীজনদের মধ্যে সমন্বিত কার্যক্রম ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়। এসময় বক্তারা কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে পাটবীজের আমদানিনির্ভরতা কমানো ও জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে বিবেচনায় রেখে উন্নত মানের পাট চাষে তাঁদেরকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ নওশের আজাদ। তাঁর উপস্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে কাঁচা পাট ও পাটপণ্যের উৎপাদন এবং রপ্তানির পরিসংখ্যান, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’, ‘পাট আইন, ২০১৭’-এর মতো পাট ও পাটজাত পণ্যসংশ্লিষ্ট বিভিন্ন আইন ও বিধিমালার সুষ্ঠু প্রয়োগ, পরিবেশ সুরক্ষার পাশাপাশি নদীভাঙনের মতো দুর্যোগ প্রতিরোধে পাটের ভূমিকা, বাংলাদেশের বাস্তবতায় রপ্তানিযোগ্য পাটপণ্যের উচ্চ মূল্য সংযোজন সুবিধা, পাট চাষী ও পাটপণ্যের উদ্যোক্তাদের সুবিধার্থে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রদত্ত সেবার প্রসঙ্গ উঠে আসে। এরপর পাট দিবস উপলক্ষে প্রদর্শিত তথ্যচিত্রে পাটশিল্পের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেখানো হয়।

এর আগে সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রধান অতিথির নেতৃত্বে র‍্যালিতে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com