ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এই দিন শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র অনুযায়ী বিশ্বের সাথে তাল মিলিয়ে ৫ অক্টোবর বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন করা হয়।
উপজেলার পদ্মা সরকারি কলেজে সকাল সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা শিক্ষকদের নিয়ে বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি কলেজের পশ্চিম গেইট থেকে শুরু হয়ে বটতলা, ঢাকা দোহার আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজের মূল ফটক দিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে “স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা” শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আলমগীর হোসেন শিক্ষকদের নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠ করেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল হোসেন বলেন, বাংলাদেশ সরকার শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সকল রকম সুযোগ সুবিধা দেয়া অব্যাহত রেখেছে, শিক্ষকদের উচিত হবে সেগুলো কাজে লাগিয়ে নিজেকে সকল দিকে স্মার্ট হিসেবে গড়ে তোলা।এছাড়া আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক কামাল পাশা, লুতফর রহমান হাওলাদার, প্রভাষক হাফেজ নজরুল ইসলাম।
আহবায়কের বক্তব্যে সহকারি অধ্যাপক কাজী মো. জিল্লুর রহমান বলেন, শিক্ষকদের সকল ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করায় অভ্যস্ত হতে হবে এবং সাদা পোশাকে যেন দাগ না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুল রকিব, প্রভাষক তারেক রাজীব, প্রভাষক মাসুদ রানাসহ অন্যান্য শিক্ষক মন্ডলী