গতকাল দুপুরে আশুলিয়ার বেরন এলাকাধীন নয়ন জুলী খালে পরিত্যক্ত অবস্থায় একটি সদ্য ভুমিষ্ঠ শিশুর লাশ পাওয়া গেছে, আশুলিয়া থানার এস আই নুর খানের নেতৃত্বে পুলিশেরএকটি দল বেরন এলাকার মসজিদে কুবা সংলগ্ন, জাকির মোল্লার বাড়ীর পিছনের ডোবা থেকে উক্ত সদ্যোজাত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
পুলিশের সাথে কথা বলে জানা যায় উক্ত শিশুটি পাঁচ কিংবা ছয় দিন আগে ভুমিষ্ঠ হয়েছে , তবে উদ্ধার কৃত শিশুটি ছেলে না মেয়ে ,লাশে পচন ধরার কারনে সেটি সনাক্ত করা সম্বব হয়নি । এবং কে বা কারা উক্ত শিশুর লাশটি ফেলে রেখে গেছে সেটিও জানা যায়নী , এস আই নুর খান বলেন পোষ্টমর্টেম করার জন্য লাশ মর্গে পাঠানো হবে।