1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু কলাপাড়ায় স্বাস্থ্যসেবায় নতুন প্রাণ, যোগ দিয়েছেন পাঁচ চিকিৎসক কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে নেমে অভিযান চালালেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে ; আবদুল মান্নান সান্তাহার স্টেশনে ট্রেনে দুই স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা, তিন নারী যাত্রী ধরা পলাশবাড়ীতে বাসের হেল্পারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু সান্তাহারে দেশ সাজাই সংগঠনের উদ্যোগে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন সাঘাটায় অবৈধ কয়লা কারখানায় অভিযানে আটক ২… জনবল সংকটে বন্ধো আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘাটাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ ফলজ গাছের চারা বিতরণ

অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে পিরোজপুর মহিলা পরিষদের প্রতিবাদ ও মানববন্ধন

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে পিরোজপুর মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (২০মার্চ) সকাল ১০ ঘটিকায় পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সম্মুখে সড়কে বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুরের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  হয়।
এসময় উপস্থিত  জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক মোসা: মিনারা বেগম  বলেন, “অবন্তিকা এক নিষ্ঠুর ষড়যন্ত্র ও সামাজিক অভিশাপের শিকার হয়ে আমাদের ছেড়ে চলে গেছে। এটা বড়ই বেদনাদায়ক। এটা শুধুমাত্র নারী সংগঠন ও শিক্ষার্থীদের দায় নয়। এর পেছনে যাদের দায় তাকে দায় মোচনের জন্য তাদের এগিয়ে আসতে হবে। আজকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলছে।এখানে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদেরও এর দায় নিতে হবে।”
তিনি আরো বলেন, “সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ৯% শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত যৌন নিপীড়নের ঘটনার সঙ্গে জড়িত, বাকি ৯১% শিক্ষককে এসব শিক্ষকের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”প্রতিবাদ সমাবেশে মোসাঃ মিনারা বেগম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহিলা পরিষদের কোষাধাক্ষ , জাতীয় হিন্দু মহাজোটের বরিশাল বিভাগের মহিলা বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, দীপশিখা দাস। আডাব সভাপতি , সাংবাদিক জিয়াউল আহসান, পিরোজপুর গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক  জুবায়ের আল মামুন, জাসদ নেতা চন্দ্রশেখর হালদার, ও কলেজ শিক্ষার্থী সাদিয়া আক্তার, সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহননের প্রতিকারের দাবিতে, সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান যৌন নিপীড়নের ঘটনা বন্ধে বিশ্ববিদ্যালয় ও প্রশাসনকে সোচ্চার হওয়ার দাবিতে আজকের সমাবেশের আয়োজন করা হয়েছে। ।
সর্বোচ্চ বিদ্যাপীঠেও নারী শিক্ষার্থীরা আজ নিরাপদ নয়। যৌন নিপীড়নের ঘটনায় ফাইরুজ সাদাফ অবন্তিকার মতো অনেকেই বিষন্নতায় ভুগছে। তারাও যে আত্মহননের পথ বেছে নেবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না।“বক্তারা আরো বলেন কোনো ঘটনা ঘটার আগেই পরিবার, শিক্ষকদের প্রতি সচেতন হওয়ার জন্য, তাদের মানসিক স্বাস্থ্যসেবা দানের জন্য এবং বিচারের দীর্ঘসূত্রিতা দূর করে অপরাধীদের দ্রুত কঠোরশাস্তি নিশ্চিতের ওপর জোর দাবি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com