1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা চৌরঙ্গী মেড়ে অবস্থিত মাগুরা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ২০২৪ লালমনিরহাটে বাবু গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরী বলেন মানুষ সংস্কার বুঝে না, বুঝে শুধু উন্নয়ন রাজশাহীর গোদাগাড়ীতে জুলাই-আগষ্টে গণঅভ্যুস্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়া যাত্রী ছাউনীর বেহাল অবস্থা তারেক রহমান ও শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের ও বৃহত্তর কর্মসূচির হুমকি হিন্দু সম্প্রদায়ের ৬৫তম রুহিয়া আজাদ মেলা উদ্বোধন দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু শেখ হাসিনা বাকশাল তৈরি করতে চেয়েছিলেন, ভেবেছিলেন গণতন্ত্রের মোড়কে বাকশাল চলবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হরিরামপুর ইউনিয়নে পন্থি ভূমি দস্যুকর্তৃক ৫ লক্ষ টাকার বাগানের গাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে রাবি নবজাগরণ ফাউন্ডেশনের ইদ উপহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

বছর ঘুরে অনাবিল আনন্দের জোয়ার নিয়ে আসে ইদ। সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে ইদের নতুন জামা উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন।

সোমবার (২৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ইদ উপহার বিতরণ করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক রুকসানা বেগম, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা কল্পনা রায় ভৌমিক, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা খালিদ হাসান এবং শামীমা আফরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাসেল সরকার, সাবেক সাধারণ সম্পাদক নুর জাহান দোলন, সাবেক সহ-সভাপতি রওশন ইসলাম, ও সাবেক সহ-সভাপতি হেমা আক্তার ইভা।আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার স্যার বলেন, নবজাগরণ ফাউন্ডেশনের এই ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। রাবি প্রশাসন আজকের এই ইদ উপহার বিতরণ অনুষ্ঠানকে বরাবরই উৎসাহ প্রদান করে।

অনুষ্ঠানে নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মো. অলিউল ইসলাম বলেন, প্রতি বছরই আমরা সুবিধাবঞ্চিত শিশুদের ইদের নতুন জামা দিয়ে থাকি। এবারও আমরা ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা দিয়েছি। শিশুদের মুখে হাসি ফোটাতেই মূলত আমাদের এই আয়োজন। আর তাদের এই হাসিমুখ দেখতে এমন আয়োজন বারবার করতে চাই।

সাধারণ সম্পাদক মিতুল হাসান মাহিন বলেন, ইদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই প্রচেষ্টায় যারা সহযোগিতা করেছে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।মিম ইসলাম এবং কাওসার আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল রাবি ছাত্র উপদেষ্টা দপ্তর। এছাড়া সহযোগিতায় ছিলো বাংলা টিফিন।

উল্লেখ্য যে, গত ১২ বছর ধরে নবজাগরণ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com