ধর্মীয় ভাব গাম্বীর্জের মধ্য দিয়ে সোমবার (২৫/০৩/২৪) দোল উৎসব পালিত হয়েছে। হিন্দু ধর্মের বড় উৎসব গুলোর মধ্যে একটি হচ্ছে দোল উৎসব। যা দোল পুর্নিমা তিথিকে কেন্দ্র করে পালিত হয়। ফরিদগঞ্জ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন জিউ আখড়া প্রথমে তিথি অনুযায়ী পূজা সম্পুর্ন করে শ্রী কৃষ্ণের পাদতলে আবীর দিয়ে দোল উৎসব শুরু হয়।
পরবর্তীতে ভালোবাসা ও শোহদার্হের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বী সকল মানুষ দোল উৎসবে অংশ গ্রহনের মধ্যে দিয়ে দোল উৎসব সমাপ্তি হয়। একই সাথে ফরিদগঞ্জ দাস পড়া সহ নাম হট্ট মন্দির(ইসকন), এবং মন্দিরে মন্দিরে একই ভাবে দোল পালিত হয়। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পরস্পরের মধ্যে প্রীতি,ভালোবাসা ভাগাভাগি করে নেয় ফরিগঞ্জের হিন্দু অপামর জনতা।