সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কদমতলা বাজার একটি দীর্ঘদিনের পুরাতন বাজার। বাজারের চৌমনীতে মিজানুর রহমানের দর্জির দোকান। গত ২৬-০৩-২০২৪ খ্রিঃ তারিখে মিজানুর রহমান আসরের নামাজ জামাতে পড়ার জন্য কদমতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে যায়। নামাজ শেষে দোকানে এসে দেখে তার ক্যাশ বাক্স ভাঙ্গা এবং ভিতরে থাকা ৩০ হাজার টাকা নেই।
সাথে সাথে আশেপাশের লোকজনকে ডাকলে সবাই তখন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে কাউকে সনাক্তন করতে না পারলেও বিষয়টি কদমতলা বাজার কমিটি সহ কালিগঞ্জ থানা পুলিশ কে জানানো হয়। মিজানুর রহমান এই প্রতিনিধিকে জানান আমি কদমতলা বাজারে দীর্ঘ ২৫-৩০ বছর একটানা ব্যবসা করে আসছি কিন্তু কোনদিন এরকম চুরির ঘটনা ঘটেনি। কদমতলা বাজার কমিটির সেক্রেটারী ইউপি সদস্য আবুল কালাম প্রত্যেক ব্যবসায়ীকে আরও সতর্ক হতে বলেন। বর্তমানে এই এলকায় চুরি পরিমান বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারন জনগন প্রসাশনের দৃষ্টি আকর্ষন করেছেন।