1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া ধুনটে পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে সীমান্ত ঘেঁষা গ্রামের শিক্ষিত তরুন-তরুরীরা স্বাবলম্বি হচ্ছে বালিয়াকান্দির বহরপুরে ট্রেনে কাটা পরে ৩৫এক যুবকের মৃত্যু মাওলানা আজির উদ্দিন পাশার মাতার ইন্তেকালে তালামীযে ইসলামিয়ার শোক প্রকাশ শেরপুরে পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যা রাবি অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে অব্যাহতি কালিহাতীতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ মাদারগঞ্জ নাশকতা মামলায় ১৩ নেতা কর্মী আটক কুষ্টিয়ায় কলেজ ছাত্রকে মারধরের পর হাত-পা বেঁধে ৪ তলার ছাদ থেকে ফেলে হত্যা কাউনিয়ায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দুর্গাপুরে একদিনের ব্যবধানে আরো একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর বনে অবমুক্ত

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে একদিনের ব্যবধানে আরো একটি বিলুপ্তি প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রাম থেকে বানরটিকে উদ্ধার করে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা।

উদ্ধারের পর বনবিভাগের সহায়তায় প্রাণীটিকে গহীন বনে অবমুক্ত করে স্বেচ্ছাসেবকরা। এর আগে শনিবার রাতে সোমেশ্বরী নদীর বালুচর থেকে বানরটিকে আটক করে স্থানীয় কয়েকজন শ্রমিক। পরে রাতে বানরটিকে নিয়ে তিনালি বাজারে আসলে স্থানীয়রা তাদের আটক করে স্বেচ্ছাসেবকদের খবর দেয়।

এই দিকে গত শুক্রবার (৫ এপ্রিল) খাবারের সন্ধানে লোকালয়ে এসে লোহার খাঁচায় বন্দী হয় বিলুপ্ত প্রজাতির আরো একটি লজ্জাবতী বানর। পরে খবর পেয়ে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের নন্দেরছটি গ্রাম থেকে লজ্জাবতী বানারটিকে উদ্ধার করে গহীন বনে অবমুক্ত করে স্বেচ্ছাসেবকরা।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের তিনালি বাজারে স্থানীয় কয়েকজন বালু শ্রমিক বাঁশ, কাঠ ও তার দিয়ে তৈরি করা খাঁচার ভেতর অজানা একটি প্রাণীকে নিয়ে বাজারে আসলে অনেকেই প্রাণীটির সামনে ভিড় করে দেখার চেষ্টা করে এবং বিভিন্ন নামে ডাকতে থাকে। এসময় স্থানীয় বাসিন্দা আমির খান প্রাণীটি লজ্জাবতী বানর বলে তাদেরকে জানায় এবং উদ্ধারের জন্য স্বেচ্ছাসেবকদের খবর দেয়। পরে শ্রমিকরা প্রাণীটিকে বাজারে রেখেই পালিয়ে যায়।

শ্রমিকদের তথ্যের ভিত্তিতে স্থানীয়রা আরো জানান, নদীর বালুচরে ছোট এই প্রাণীটিকে দেখতে পেয়ে কয়েকজন মিলে প্রাণীটিকে ধরে খাঁচায় বন্দি করে। পরে তাৎক্ষণিক খাঁচা তৈরি করে এটিকে অজানা কোথাও নিয়ে যাওয়ার সময় তিনালি বাজারে স্থানীয়দের কাছে ধরা পড়ে।

সেভ দ্য এনিমেলস অফ সুসং এর যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন জানান, আমরা শনিবার রাতে জানতে পারি তিনালি গ্রামে একটি লজ্জাবতী বানর আটক হয়েছে এবং স্থানীয় একজন বাসিন্দা প্রাণীটিকে উদ্ধার করে তারা বাড়িতে রেখেছে। আমরা তথ্য পাওয়ার পর থেকেই সর্বক্ষণ বানরটির ব্যাপারে খোঁজ খবর রেখেছি। পরবর্তীতে রোববার দুপুরে আমরা প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা শেষে পুরোপুরি সুস্থ থাকায় বিকেলেই স্থানীয় বন বিভাগের সহযোগিতায় বানরটিকে আবারও বনে অবমুক্ত করি। এর আগে আমরা গত শুক্রবার (৫ এপ্রিল) বিলুপ্ত প্রজাতির আরো একটি লজ্জাবতী বানর গাঁওকান্দিয়া ইউনিয়নের নন্দেরছটি গ্রাম থেকে উদ্ধার করে গহীন বনে অবমুক্ত করি। মাত্র একদিনের ব্যবধানে দুইটি লজ্জাবতী বানর উদ্ধার করে অবমুক্ত করতে সক্ষম হয়েছি।

তিনি আরো জানান, মূলত খাদ্যের সন্ধানেই এই প্রাণীগুলো বারবার লোকালয়ে চলে আসছে। বর্তমানে বনভূমিতে যেভাবে প্রাকৃতিক গাছ ধ্বংস হচ্ছে এতে করে বন্যপ্রাণীর খাদ্য ও আবাসস্থল দিনে দিনে কমে আসছে। বিশেষ করে বছরে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত খাদ্যের সন্ধানে এই প্রাণীগুলো লোকালয়ে চলে আসে‌‌। এ সময় মানুষের নজরে আসলে প্রাণীগুলোকে আটকে তারা খাঁচা বন্দি করে। আমরা এখন পর্যন্ত মোট ৪৮ টি রেসকিউ অপারেশন সম্পন্ন করেছি। এরমধ্যে সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা ১৪ টি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

উপজেলা বন-কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলী বলেন, গত একদিন আগেও দুর্গাপুর উপজেলা প্রসাশন ও আমাদের সহায়তায় সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা বনে একটি লজ্জাবতী বানর অবমুক্ত করে। এর একদিন যেতে না যেতেই আজকে আরো একটি লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। আজকেও আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করে গহীন বনে বানরটিকে অবমুক্ত করেছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com