চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের হাফিজুর রহমান বলেন, এবার আমি ৬ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছিলাম। ধানের আবাদ ভালো হয়েছে। আগামী ২-৩ দিন বৃষ্টি না হলে আশা করছি সব ধান ঘরে তুলতে পারবো। তবে বৃষ্টি হলে আমাদের অনেক ক্ষতি হবে।
চাষিরা আরও বলছেন, বৃষ্টি হলে ধানের ক্ষতি হবে। ঝড় এবং শিলা বৃষ্টি হলে ধান গাছ নুয়ে পড়বে। এতে বিছালি (খড়) পাওয়া যাবে না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ হাজার ২০০ হেক্টর। চাষ হয়েছে ১৮ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৯ হাজার ২০০ টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বলেন, এবার যশোরে ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে যশোরে ৭০ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী ৩-৪ দিন বৃষ্টি না হলে সব ফসল ঘরে উঠে যাবে।(সূত্র:স্পন্দন)