1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক রিক্সা চালক কালু মেম্বারের চাঁদাবাজি, ককটেল হামলা, আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি, ফিল্ম স্টাইলে বনে গেছেন কোটিপতি গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরচিত গণহত্যায় জাতীয়তাবাদী ছাএদলের নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ ডেকেছে প্রশাসন বিদেশী পর্যটকরা বাবু ডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেন শিক্ষক পরিষদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন কলাপাড়ায় হত্যার আলামত সাজিয়ে এক গৃহবধূ প্রেমিকের সাথে উধাও নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরায় যোগদান উপলক্ষে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা সাভারে কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২ গাজায় গণহত্যা বন্ধে সারাবিশ্বে ‘ নো ওয়ার্ক, নো স্কুল’ গাজাবাসীর শান্তিপূর্ণ হরতাল আহ্বানের সঙ্গে আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের একাত্মতা প্রকাশ

রাবিতে রবীন্দ্র সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব পালিত

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘রবীন্দ্র সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-১৪৩১’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১০ মে (শুক্রবার) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ স্মৃতি সংগ্রহশালা’ মুক্তমঞ্চে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমনি’ গানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শুরু হয় এবং তারপরে রবীন্দ্রনাথের উপর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে ৮মে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
 ‘একান্ত জীবনে আপন ভুবনে রবীন্দ্রনাথ’ শীর্ষক
আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাবি শাখার উপদেষ্টা এবং নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রাশেদা খালেক।
এ ব্যাপারে অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ফাহিম মুনতাসির রাফিন বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু করার ক্ষুদ্র প্রয়াস ছিলো আমাদের, সেই জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের চেতনায় জাগ্রত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঙালিয়ানার চর্চা করবে বলে আমার বিশ্বাস”
অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাবি শাখা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এবং আয়োজক সংগঠনের থিম সং ‘বিশ্বমানব হবি যদি শাশ্বত বাঙালি হ’ গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানের ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বলেন, “রবীন্দ্রনাথ বাঙালির অহংকার। তাকে নিয়ে যে পরিমাণ চর্চা দরকার, সেই জায়গা থেকে অধিকাংশ শিক্ষার্থীদের আগ্রহ কম। আমরা রবীন্দ্রনাথকে তারই কর্মের চর্চার মাধ্যমে স্মরণ করার চেষ্টা করছি। সকলে এ ব্যাপারে সচেতন হবে বলে বিশ্বাস আমাদের”।
সংগঠনের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য এবং সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেক।
এসময় অনুষ্ঠানে অন্যান্য আলোচক ছিলেন সংগঠনের সহ-সভাপতি জনাব সুখন সরকার এবং ড. তানিয়া তহমিনা সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং সংগঠনের উপদেষ্টা প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com