1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রংপুর ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বগুড়ায় ধর্ষণ মামলার ১নং আসামী গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্টিত ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় ঠাকুরগাঁও জেলায় সভা ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বরিশাল মহানগর বি এন পির প্রতিবাদ ও সংহতি সোনার বাংলা -লেখকঃ বাবুল আকতার কয়রায় পল্লী চিকিৎসক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্রশিবিরের গণ আন্দোলন ঈদগাঁওতে থানা থেকে লুন্ঠিত অস্ত্র মিলল ব্রীজের নীচে ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

রাবিতে ব্যাংকে টাকা জমা দিতে দীর্ঘ লাইন; ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবকেরা

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তিন ইউনিটের (‘এ’, ‘বি’ ও ‘সি’) প্রথম মেধাতালিকায় প্রকাশিত হয়েছে। এদিকে আজ থেকে শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি হতে বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকে ভর্তি ফি জমা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। মাত্র একটি ব্যাংকে ফি জমা দেওয়ার ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।  এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
অথচ টাকা জমা দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল করলে শিক্ষার্থীদের এই ভোগান্তি পোহাতে হত না বলে মনে করেন অভিভাবক ও ভর্তি হতে আসা শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংকের শাখা। এ ছাড়া, ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র‍্যাক জোনও রয়েছে ক্যাম্পাসের অভ্যন্তরে। তবে তিনটি গুরুত্বপূর্ণ ব্যাংকের শাখা বা জোন ক্যাম্পাসে থাকলেও কেবল সোনালী ব্যাংকে ভর্তি সংশ্লিষ্ট ফি পরিশোধ করা যায়। এতে অনেক সময়ই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের।
গাইবান্ধা থেকে ভর্তি হতে আসা মুশফিকা আক্তারের অভিভাবক জানান, গতকাল রাতে জার্নি করে রাজশাহীতে এসেছি।  সকাল ৮টা থেকে এখানে আছি। ব্যাংকে টাকা দিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পা ব্যাথা হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি ভর্তিচ্ছুদের কথা চিন্তা করে টাকা জমা দেওয়ার বিষয় অনলাইনে করতো তাহলে ভালো হতো।
এ দিকে কুমিল্লা থেকে আসা ভর্তিচ্ছুক খোভ প্রকাশ করে জানান, আমি ঢাবিতে সমাজবিজ্ঞান সাবজেক্টে ভর্তির সুযোগ পেলেও এখানে ল আসায় এ এখানে ভর্তি হতে এসেছি। কিন্তুু ডিনস্ অফিসে ভাইবায় দীর্ঘ লাইনে দিয়ে আসলাম আবার সোনালী ব্যাংকেও টাকা জমা এসে দীর্ঘ লাইন। এখানে একটা বুথ থাকায় টাকা দিতে দীর্ঘ লাইন হচ্ছে। ব্যাংকে প্রায় দেড় ঘন্টা ধরে দাড়িয়ে আছি। আমার মনে হয় অনলাইনে টাকা জমা দেওয়ার সিস্টেম করলে ভালো হতো। তাহলে শিক্ষার্থীদের ভোগান্তি কম হবে ।
এবিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড.  মো. সুলতান-উল-ইসলাম বলেন, এবিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড.  মো. সুলতান-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ডিনদের সাথে এ বিষয়ে কথা বলবো কারণ আমাদের দেশে সবকিছু অনলাইনে হচ্ছে। পরবর্তীতে কিভাবে অনলাইন টাকা দেওয়ার ব্যবস্থা করা যায় সে বিষয়ে বলবো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com