1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় দীর্ঘ ২৫ দিনেও নেই কোন অগ্রগতি গৃহবধূ আত্নহত্যার প্ররোচনা মামলায় জামালপুরে যমুনা-ব্রহ্মপুএ নদীর পানি বৃদ্ধি পেয়ে ৭৭ সেন্টিমিটার বয়স্ক ভাতার টাকা আত্মসাতে অভিযোগে নগদ একাউন্ট আলহেরা এজেন্সি বাতিল তিস্তা ব্যারেজের বাঁধে ধস ভোলার দৌলতখানে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আ’ত্মহ’ত্যা নিয়ামতপুরে রাতের আধারে কৃষক কে তুলে নিয়ে গেল দূর্বৃত্তরা সবুজ সংঘের আয়োজনে হাফেজ শিক্ষার্থীকে বৃত্তি প্রাদন প্লাস্টিকের নৌকা তৈরি করে পুরো এলাকায় সাড়া ফেলেছেন সিলেটের এক যুবক শ্রীমঙ্গলে কৃষি উপকরণ বিতরণ করলেন কৃষিমন্ত্রী নওগাঁয় গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে সূর্যমুখী সমবায় সমিতি উধাও

বিশ্বম্ভরপুরে আবারও বন্যা পরিস্থিতির অবনতি

আসিফ বিল্লাহ
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সীমান্ত এলাকার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে ৷ ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সকল নদ-নদীর পানি। এরইমধ্যে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেইসঙ্গে ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক। আর এতে আবারো বন্যা আতঙ্কে দিন পার করছেন ভাটির জেলার ২৫ লাখ মানুষ ৷

এদিকে সোমবার (১ জুলাই) সকালে ফের ঢলের পানিতে তলিয়ে গেছে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চত্বরসহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট। এমনকি ঢলের পানিতে বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে আবারো তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

পানি বৃদ্ধি পাওয়ার জেলার বিশ্বম্ভরপুর উপজেলা শক্তিয়ারখলা কৈয়ারকান্দা সড়কের ১০০ মিটার সড়ক পানিতে তলিয়ে গেছে।  সকাল থেকে সড়কের এই অংশ দিয়ে চারটি উপজেলার মানুষজন নৌকায় করে পারাপার হচ্ছে।

বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন জানান, ভারত থেকে নেমে আসা ঢলের পানি যাদুকাটা নদী দিয়ে মিছাখালী রাবারড্রেম দিয়ে নামার কারণে শক্তিয়ারখলা-কৈয়ারকান্দা সড়ক ডুবে গেছে। সড়কের ওপর দিয়ে হাওরে প্রবেশ করেছে পানি। এতে করে এখান দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এতে করে সুনামগঞ্জ জেলার শহরের সাথে সড়ক পথে বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর ও ধর্মপায়া উপজেলার চলাচলকারী বাসিন্দারা চরম দুর্ভোগ পড়েছেন।

শক্তিয়ারখলা কৈয়ারকান্দা ১০০ মিটার সড়কের পাশে বাসিন্দা কলিম উদ্দিন জানান, কয়েক দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে ভারত থেকে যাদুকাটা নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ১০০ মিটার সড়ক পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। সড়কটি নিচু থাকায় বর্ষার সময়ে পানি বাড়লেই পানিতে ডুবে গিয়ে আমাদের দুর্ভোগে ফেলে দেয়।

গত ১৬ জুন বিশ্বম্ভরপুরে চলতি বছর প্রথম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতে  উপজেলার পাঁচ ইউনিয়নের দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ১৫ দিন না যেতেই আবার দেখা দিয়েছে বন্যার শঙ্কা ৷ তাই ঘনঘশ এরকম বন্যার হাত থেকে রক্ষা পেতে নদীখননসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর স্থায়ী সমাধান চান উপজেলার সর্বস্তরের জনগন ৷

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com