1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

বেনাপোলের ওপারে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশনে চরম ভোগান্তিতে ভ্রমণকারীরা

মোঃ হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান (সাগর) বিশেষ প্রতিনিধি (রাজশাহী) : বাংলাদেশ থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশের সময় এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় হরিদাসপুর ইমিগ্রেশনের বাহিরে হাজার হাজার ভ্রমণকারী ও চিকিৎসা সেবা নিতে আসা রুগীদের প্রখর রোদ-বৃষ্টির মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখতে বাধ্য করা হচ্ছে ।

সরজমিনে গিয়ে প্রত্যক্ষ করে দেখা যায় এবং বেশকিছু রুগী ও ভ্রমনকারীদের সাথে কথা বললে তাদের প্রায় সবারই একই অভিযোগ, একদিকে ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষের দায়ীত্বে উদাসীনতার কারনে ইমিগ্রেশন পর্ব শেষ করতে সময় ক্ষেপণ আর একদিকে বিএসএফ এর দায়ীত্বরত সদস্যরা বাহিরের লাইনে অপেক্ষরত রুগী ও যাত্রীদের সাথে খারাপ ব্যবহার এবং দালালের মাধ্যমে টাকা/রুপি নিয়ে সিরিয়াল বাদ দিয়ে ইমিগ্রেশনের ভিতরে আগে প্রবেশের সুযোগ করে দেওয়াতে চরম ভোগান্তির স্বিকার হচ্ছে ।

এই চরম অনিয়ম ও ভোগান্তির বিষয়গুলো থেকে অতিদ্রুত পরিত্রাণ এর জন্য সকলেই বাংলাদেশ ও ভারত সরকারের জরুরি হস্তক্ষেপ আসা করছে ভ্রমণকারীরা ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com