1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

মোঃ মামুনুল হক
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫জন নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। তবে এখনও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (১সেপ্টেম্বর) সকাল ৮টার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইমাদ পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মাঝিগাতি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইমাদ পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন নিহত হন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দূর্ঘটনার পর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের নেতৃত্বে একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ রেজাউল মওলা দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দূর্ঘটনা কবলিত স্থানে কাশিয়ানি থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়। কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন দূর্ঘটনায় ইমাদ পরিবহনের বাসটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। দূর্ঘনায় আহত ও নিহতদের অধিকাংশই ইমাদ পরিবহনের যাত্রী বলে ধারনা করা হয়। তিনি বলেন দূর্ঘনায় হতাহতের পরিমান আরও বাড়তে পারে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com