মাদারীপুরের কালকিনিতে বাঁশগাড়ি ইউনিয়নের বাজুসার বাজার কলেজ রোডে আগুনে পুড়ে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মঙ্গলবার রাত আনুমানিক ১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক মিটারে শট সার্কিটের কারনে মিটার বিস্ফোরন হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগা মাত্রই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়, পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায় ২টি দোকান এবং এর সমস্ত আসবাবপত্র, মালামাল। পরবর্তিতে আগুনের লেলিহান শিখায় আরো তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।এতে মোট ৫টি দোকানে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী সূত্রে জানা যায়।
স্থানীয় আবুল কালাম সরদার ও জুয়েল শিকদার বলেন, খবর পেয়ে এসে দেখি ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। ৫টি দোকান পুড়ে দোকান মালিকদের প্রায় ৬লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন যদি এদের সাহায্যের হাত বাড়ায় তাহলে এরা পুনরায় ঘুরে দাড়াতে পারবেন।
কালকিনি ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার খোকন জমাদার বলেন, খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে ২টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উত্তম কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নেন।