প্রতিবন্ধী ,বয়স্ক ভাতা সহ বিভিন্ন কার্ড দেওয়ার প্রলোভনের ফাঁদে ফেলে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সাইফুল ইসলাম নামে ১ প্রতারককে আটক করলে দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ঘটনাটি ঘটেছে গতকাল (১২ নভেম্বর) বেলা আড়াইটার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উপজেলা সমাজসেবা কার্যালয়ে। সাজাপ্রাপ্ত প্রতারক সাইফুল ইসলাম উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দধলি গ্রামের সফরুদ্দিনের পুত্র ।প্রতারক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে উপজেলা জুড়ে বিভিন্ন বিভিন্ন এলাকায় অসহায় ব্যক্তিদের প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতার কার্ড দেওয়ার প্রলোভনের ফাঁদে ফেলে জন প্রতি ২ থেকে ৫/১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আসছিল । ধলবাড়িয়া ইউনিয়নের গণেশ পুর গ্রামের আব্দুল আজিজের কন্যা ভুক্তভোগী আনজুয়ারা বেগমকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার নাম করে ৬ হাজার টাকা হাতিয়ে নেয় । টাকা নেওয়ার পরে আর কোন যোগাযোগ না করায় বিষয়টি নিয়ে ভুক্তভোগী আনজুয়ারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করে । বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেন ।গতকাল মঙ্গলবার ভুক্তভোগী এবং এলাকার ইউপি সদস্যরা কার্ড করা এবং টাকা দেওয়ার প্রলোভনের ফাঁদে ফেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমানের কার্যালয়ে প্রতারক সাইফুলকে হাজির করলে ঐ সময় সে টাকা নেওয়ার ঘটনা স্বীকার করে ।বিষয়টি নিয়ে প্রতারককে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করলে তার নির্দেশে ভ্রাম্যমান আদালত কর্তৃক তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান সাংবাদিকদের জানান প্রতারক সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার নাম করে অসহায় লোকদের প্রলোভনের ফাঁদে ফেলে প্রায় অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে । ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে কৌশলে তার কার্যালয়ে হাজির করে জিজ্ঞাসাবাদে সে অকপটে সব স্বীকার করে।