ডেঙ্গুমুক্ত সমাজ গড়ুন, সবাই মিলে সুস্থ্য থাকুন “এই শ্লোগানে সামাজিক সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরের কালকিনিতে উপজেলা শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর পালন করা হয়েছে।মঙ্গলবার (১২নভেম্বর) সকাল ১০ টায় কালকিনি মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচী পালন করা হয়।সংগঠনটির নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের কুকুর এবং তার আশপাশের পরিষ্কার করা হয়।উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। তিনি বলেন পরিবেশ রক্ষার জন্য এই কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান সময় ডেঙ্গু প্রকট আকার ধারণ করেছে তাই স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালসহ সমস্ত জায়গায়ই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বিএম হেমায়েত হোসেন, কালিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, এনায়েত নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্য সাইদুল হাসান,৫ নং জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক অপূর্ব বল, সংগঠনটির ম্যানেজার সুজন চন্দ্র দাশসহ বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ।