ঢাকায় অধ্যয়নরত কেন্দুয়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতি”র ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে ৷ এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: মাসুম বিল্লাহ, গ্রাম: পাছ হারুলিয়া, ইউনিয়ন: মোজাফরপুর।তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে বি.এ. (সম্মান) ৪র্থ বর্ষে অধ্যয়নরত রয়েছেন ৷ এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যেমন: মুহসীন হল সাহিত্য সংসদ, মুহসীন হল ডিবেটিং ক্লাব, ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব প্রভৃতির সাথে জড়িত এবং দায়িত্ব সংশ্লিষ্ট পদে রয়েছেন। এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: রাফিন আহমেদ আকাশ, গ্রাম: বেজঁগাও, ইউনিয়ন: বলাইশিমুল। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বি.এস.এস. (সম্মান) ৪র্থ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি তিনি জাতীয় পত্রিকা দৈনিক সমকালে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।