1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে রাবি শিবির সভাপতির ৩ প্রস্তাব ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা জামালপুরে মির্জা আজম সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের বৈষম্যবিরোধী হামলা মামলায় নড়াইলে আ’লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেইভাবে পাবেন বেরোবিতে ” গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি পালিত বর্ণিল আয়োজনে ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এগার কলেজে নতুন অধ্যক্ষ উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন: উপাচার্য

অনুষ্ঠিত হলো স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর স্থাপত্য বিভাগের পুনর্মিলনী ও সুবা’র ২য় কার্যনির্বাহী কমিটির নির্বাচন

মোঃ মাহামুদুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার পূর্বাচলে ল্যাবএইড গ্রুপের আওতাধীন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ্য়এরস্থাপত্য বিভাগের পুনর্মিলনী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সুবা) ২য় কার্যনির্বাহী কমিটিরনির্বাচন ১৫ই নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। একটি মনোরম ও উৎসবমুখর পরিবেশেপ্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং ভাইস চ্যান্সেলরের সম্মিলিতঅংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরোবেশি প্রাণবন্ত করে তুলেছিলো।সংবাদের গুরুত্বপূর্ণ লাইন:অনুষ্ঠানের শুরুতেই ইউনিভার্সিট্  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নৌজিয়া আহমেদ এবংস্থাপত্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর স্থপতি তানিয়া তাহের লতা কে আনুষ্ঠানিকভাবে ফুলদিয়ে বরণ করেন বিভাগের প্রাক্তন ছাত্ররা এবং অনুষ্ঠানের শুভ সূচনা করেন। শুরুতেই ১ম
নির্বাহী কমিটির সভাপতি স্থপতি জনাব মাহাবুবুর রহমান প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন।পরবর্তীতে ১ম নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তার দায়িত্বকালিক কর্মকান্ডগুলো একেএকে  সদস্যদের কাছে উপস্থাপন করেন। এরপর ১ম নির্বাহী কমিটির কোষাদক্ষ জনাবজাওয়াদ হোসাইন রসি গত ২ বছরে সুবার আর্থিক বিবরণী সদস্যদের কাছে উপস্থাপন করেন।সবশেষে ১ম সভাপতি তার নির্বাহী কমিটির সকল সদস্যদেরকে নিয়ে কেক কেটে পুনর্মিলনী ওবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।একই দিনে মধ্যাহ্ন ভোজের পর পরই ২য় নির্বাহী কমিটির নির্বাচনের জন্য প্রধাননির্বাচন কমিশনার স্থপতি জনাব ইউনুস আলী সুবার নিবন্ধিত সদস্যদের আমন্ত্রণ জানান।নির্বাচনে সকল ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নেয়া নিষিদ্ধ ছিলো এবং কোনোভাবে একের অধিকভোট প্রধান ও নিবন্ধিত ভোটার ছাড়া অন্য কেউ যেনো ভোট প্রদান করতে না পারে সেই দিকে সতর্ক নজর রাখা হয়েছিলো। নির্বাচনে মোট ১৯টি পদ ছিলো, যেখানে শুধু মাত্র প্রতিদ্বন্দ্বিতাহয়েছিল সভাপতি পদের জন্য। বাকি পদগুলোতে একাধিক প্রতিদ্বন্দী না থাকায় ১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন স্থপতি জনাব খন্দকার আবুসাইদ ও স্থপতি জনাব মোঃ শাহনেওয়াজ আব্দুল্লাহ।নির্বাচনের পরিবেশ সম্পর্কে ১ম সভাপতি স্থপতি জনাব মাহাবুবুর রহমান এর কাছে জানতেচাইলে তিনি দেশ বুলেটিনকে জানান, নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে এবং অত্যন্তনিরপেক্ষভাবে হচ্ছে। আমাদের ১ম নির্বাহী কমিটি থেকে উনাদেরকে আমরা সর্বাত্বকসহযোগিতা প্রদান করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা নির্বাচন কমিশণের কাজেসন্তুষ্ট, আশাকরি উনারা আমাদের একটি সঠিক প্রার্থী বাছাই এর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত এইপরিবেশ ধরে রাখতে পারবেনআমরা আরো কথা বলি স্থপতি জনাব মোঃ মাহামুদুর রহমান পাপন এর সাথে। তিনি দেশ বুলেটিনকেজানান, নিরপেক্ষ ও স্বচ্ছ একটি নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশণ অবশ্যইসাধুবাদ পাওয়ার যোগ্য। তবে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা সুবা একটি পরিবার। দিনশেষেআমরা যেন আমাদের একতা ধতে রাখতে পারি, নির্বাচন যেন আমাদের মাঝে কোনো ভাঙন নিয়ে নাআসতে পারে এটি আমাদের মাথায় রাখতে হবে। আমি স্টেট ইউনিভার্সিটিপ্রথম স্থপতি যেবাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর নির্বাচনে সম্পাদক, পরিবেশ ও নগরায়ন পদে অংশগ্রহণকরছি আমার সকল এলামনাই এর সমর্থন ও দোয়া নিয়ে। আমি চাই আমার বিশ্যবিদ্যালয় সকলেরসম্মিলিত প্রচেষ্টায় আরো বহুদূর এগিয়ে যাক।উচ্চ শিক্ষার জন্য এই বিভাগের অনেক প্রাক্তন ছাত্র দেশের বাহিরে থাকায় এবং অনেকেব্যক্তিগত ব্যস্ততার জন্য ভোট প্রদান করতে পারেনি। তারপরও নির্বাচন অনুষ্ঠিত হয়েছেবিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত, যেখানে মোট ভোট পড়েছে ১২৩টি। নির্বাচন গ্রহণ নির্দিষ্ট সময়সমাপ্ত হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্রে এবং ২জন প্রতিদ্বন্দীরপ্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স উন্মুক্ত করা হয় ও ভোট গণনা শুরু হয়। গণনার পরপ্রধান নির্বাচন কমিশনার জনাব ইউনুস আলী সুবার সকল সদস্যদের উপস্থিতিতে ফলাফলপ্রকাশ করেন এবং তার সহকারী নির্বাচন কমিশনার স্থপতি জনাব আমিরুল আরিফিন ও স্থপতিজনাব মাহাবুব (জুনিয়র) কে ধন্যবাদ জ্ঞাপন করেন।ঘোষিত ফলাফর অনুযায়ী স্থপতি জনাব খন্দকার আবু সাইদ পান ৪১টি ভোট এবং স্থপতি জনাবমোঃ শাহনেওয়াজ আব্দুল্লাহ ৮২টি ভোট পেয়ে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আর্কিটেকচারঅ্যালুমনি এসোসিয়েশন (সুবা) এর ২য় কার্য নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন।কমিটির বাকি নির্বাচিত সদস্যরা হলেন, সুলতান মাহমুদ (সহ-সভাপতি ১), মোঃ আব্দুল হাই (সহ-সভাপতি ২), মোঃ ইউসুফ মোল্লা (সাধারণ সম্পাদক), আরিফুর রহমান জিকু (সহ-সাধারণসম্পাদক), মোহাম্মদ ইউসুফ উদ্দিন (কোষাদক্ষ), আশরাফুল হক লিমন (সাংগঠনিক সম্পাদক),জায়েদ হোসেন (সম্পাদক সদস্যপদ), এস. এম. শাহিদুজ্জামান (সম্পাদক ক্রিয়া ও সংস্কৃতি),কানিজ ফাতেমা আভা (দপ্তর সম্পাদক), মোঃ জিয়াউল ইসলাম (কল্যাণ সম্পাদক), মাইদুলইসলাম (নির্বাহী সদস্য), নুসরাত জাহান (নির্বাহী সদস্য), রোকনুজ্জামান (নির্বাহী সদস্য),সজীব মীর (নির্বাহী সদস্য), মোঃ আহসান হাবিব (নির্বাহী সদস্য), মোঃ ফরিদ আহাম্মেদ(নির্বাহী সদস্য), কাজী সুমাইয়া সিদ্দিকা (নির্বাহী সদস্য)। পরবর্তী দিন ১৬ই নভেম্বর ২০২৪তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রধানক্যাম্পাসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নৌজিয়া আহমেদসুবার ২য় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত প্রতিনিধিদেরকেশপথবাক্য পাঠ করান এবংবিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।ড. নৌজিয়া বলেনঃ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ একটি পরিবর্তনশীল শিক্ষাগত অভিজ্ঞতাপ্রদানের চেষ্টা করে যা ছাত্রদের একটি চির-বিকশিত বিশ্বে সাফল্যের জন্য প্রস্তুত করে।একাডেমিক উৎকর্ষতা, উদ্ভাবন, এবং সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি সহ, শিক্ষার্থীদেরভবিষ্যত নেতৃত্র প্রদান, চিন্তাবিদ এবং বৈশ্বিক নাগরিক হওয়ার ক্ষমতায়িত করার জন্যবিভিন্ন প্রোগ্রাম এবং সুযোগ অফার করা হয়। বিশ্ববিদ্যালয়টি একটি কঠোর এবং ব্যাপকএকাডেমিক পাঠ্যক্রম সরবরাহ করার জন্য নিজেদেরকে গর্বিত বোধ করে, যা সমালোচনামূলকচিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বুদ্ধিবৃত্তিক বৃদ্ধিকে উৎসাহিত করে। স্টেটইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অনুষদ সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ, এবং তারাউদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি, গবেষণা উদ্যোগ এবং শিল্প সহযোগিতার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষাপ্রদানের জন্য নিবেদিত।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com