অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন গরু ব্যবসায়ী কাউছার মিয়া । রবিবার দুপুরে কিশোরগঞ্জের মেলাঙ্গা গরুর বাজারে এ ঘটনা ঘটে।জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের কাউছার মিয়া, টেনু মিয়া ও সাজু মিয়া ব্যবসার উদ্দেশ্য গরু কিনতে যান কিশোরগঞ্জের মেলাঙ্গা গরুর বাজারে। গরু কেনার এক পর্যায়ে দেখা যায় কাউছার মিয়াকে পাওয়া যাচ্ছে না। কয়েক ঘন্টা খোঁজাখোঁজি পর ওই গরুর বাজারের মাইকে ঘোষণা করা হয় অজ্ঞান অবস্থা একজন লোককে পাওয়া গেছে। পরে সাথের লোকজন গিয়ে দেখতে পান তিনি কাউছার মিয়া। পরে সেখান থেকে তাকে উদ্দার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।ভুক্তভোগীর কাউছার মিয়ার ভাই টেনু মিয়ার ভাই বলেন, আমরা ব্যবসার উদ্দেশ্যে গরু কিনতে ময়মনসিংহের মেলাঙ্গা বাজারে গিয়েছিলাম। পরে আমার ভাই কাউছারকে অজ্ঞান পার্টি অজ্ঞান করে সাথে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে বাজারের পাশে জঙ্গলে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় মাইকে ঘোষণা করলে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, চেতনানাশক দ্রব্য খাইয়ে তাকে অচেতন করেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।