বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আগামী এপ্রিলের (২০২৫) সালের মধ্যে জাতীয় নির্বাচন দেয়া সম্ভব। নির্বাচন সংক্রান্ত যে সব সংস্কার করা দরকার দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার তা কীবে বলে আশাবাদ ব্যক্ত করছেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য মেজর ( অব.) হাফিজ উদ্দিন আহমেদ।২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে সাইবার ট্রইব্যুনাল আইনে মেজর হাফিজ সহ মোট দুই জনের নামে মামলা করেন।সোমবার (১৮নভেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলায় হাজির দেয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপ করে এই কথা বলেন তিনি।এসময় তিনি আরও বলেল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হল একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়া।এদের কাছ থেকে নানা কথা শুনি তবে নির্বাচন কেন্দ্রিক কোন কথা শুনি না।বি এন পি সহ অনেক রাজনৈতিক দল এরইমধ্যে জানিয়েছেন যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই।নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুনী লোকের সরকারই হোক সে গুলো দুর্বল সরকার। প্রফেসর ইউনুসকে বিএনপি সমর্থন দিয়েছে ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবেন। তবে নানা কথায় তিনি যেন প্রভাবিত না হন এই আমাদের আশা।আওয়ামীলীগের সমালোচন করে মেজর হাফিজ আরো বলেন,দেশে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করতে চান তা যুক্তিযুক্ত।তবে সেই সংস্কার জনগনের নির্বাচনে নির্বাচিত সরকার করলে ভালো হবে বলে জানান তিনি।
এদিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় চার্জ গঠনের তারিখ ছিলো।সোমবার (১৮ নভেম্বর) হাজিরা দিতে এলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো.গোলাম ফারুক তাকে সহ অন্য অপর আসামী কে মামলা থেকে অব্যাহতি দেন।মামলায় মোট আসামী ছিলো দুই জন।