নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বি,এন,পি দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুস সালাম-সদস্য বি,এন,পি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল,প্রধান বক্তা-জনাব এ্যাড সৈয়দ শহিন শওকত-সাংগাঠনিক সম্পাদক বি,এন,পি জাতীয় নির্বাহী কমিটি (রাজশাহী বিভাগ),উদ্বোধক-জনাব আবু বক্কর সিদ্দিক নান্নু-আহবায়ক,জেলা বিএনপি,নওগাঁ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন-সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল, জনাব শামসুজ্জোহা খান,কৃষি বিষয়ক সম্পাদক-বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,জনাব আমিরুল ইসলাম খান আলিম-সহ-সাংগাঠনিক সম্পাদক,বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (রাজশাহী বিভাগ),জনাব এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন-সহ-সাংগাঠনিক সম্পাদক-বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (রাজশাহী বিভাগ),জনাব শফিকুল ইসলাম মিলন-সহ-ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক-বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু-সাবেক সাধারণ সম্পাদক,জেলা বিএনপি,নওগাঁ,জনাব মোঃ বায়েজিদ হোসেন পলাশ-সদস্য সচিব,জেলা বিএনপি,নওগাঁ,জনাব মোঃ শহিদুল ইসলাম টুকু-যুগ্ন আহবায়ক,জেলা বিএনপি,নওগাঁ, জনাব আমিনুল হক বেলাল-যুগ্ন আহবায়ক-জেলা বিএনপি,নওগাঁ,জনাব আলহাজ্ব মামুনুর রহমান রিপন-যুগ্ন আহবায়ক,জেলা বিএনপি,নওগাঁ,জনাব শফিউল আযম রানা-যুগ্ন আহবায়ক,জেলা বিএনপি,নওগাঁ,জনাব ডাঃ ছালেক চৌধুরী-সাবেক সভাপতি,নিয়ামতপুর উপজেলা বিএনপি,নিয়ামতপুর,নওগাঁ,জনাব মোঃ মোস্তাফিজুর রহমান-সাবেক সিনিঃ সহ-সভাপতি,নিয়ামতপুর,নওগাঁ আরও স্থানীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।সম্মেলনে ১ম পর্ব কোরআান তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে একে একে নেতা কর্মীরা বক্তব্য পেশ করেন।প্রথম পর্বের শেষে প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর বক্তব্যে শেষ করেন।জনাব মোঃ আব্দুস সালাম বলেন ফ্যসিবাদী হাসিনা অনেক অত্যাচার করেছেন তা হয়তবা সব সহ্য করেছেন এখন আপনাদের বিজয়ের দিন এসে গেছে।আপনারা শুধু একত্বতা ঘোষনা করে ভবিষ্যতে দেশ প্রধান তারেক জিয়ার নেতৃত্ব মেনে সামনের দিকে এগিয়ে যাবেন।সামনে যদি কেউ বাঁধা প্রদান করেন তাহলে আবার ও ৫ অক্টোবর ২০২৪ এর মতো আবারও একবার যুদ্ধে প্রস্তুত গ্রহন করবেন।দেশ পালানো হাসিনা আজ ভারতে বসেও নীল নকশার পায়তারা করছেন যেন তাতে দেশ পালানো হাসিনা সফল হতে না পারে।দ্বিতীয় পর্বে জনাব আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতি শুরু হয়।দ্বিতীয় পর্ব নিয়ামতপুর উপজেলার পুরাতন কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি গঠন করেন-সভাপতি জনাব মোঃ ডাঃ ছালেক চৌধুরী,সিনিঃ সহ-সভাপতি ইসাহাক আলি,সাধারণ সম্পাদক- জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শামিম রেজা চৌধুরী বাদশা,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির বাচ্চু।