মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়৷ উল্লেখযোগ্য হলো ক্রিকেট ব্যাট, প্যাড, ক্রিকেট বলসহ বিভিন্ন সরঞ্জামাদি।
নিরাপদ খাদ্যপন্য সরবরাহকারী প্রতিষ্ঠান “শাইন মার্ট” এর উদ্দোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঠাকুরগাঁও জেলার ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাত, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু, আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি আশিকুর রহমান রিজভীসহ ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমীর খেলোয়াড় ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।শাইন মার্ট” এর স্বত্বাধিকারী মোঃ শাহিনুর ইসলাম শাহিন বলেন, আমি ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আসক্ত৷ আমার স্বপ্ন সুযোগ পেলে ক্রিকেটের জন্য কিছু করবো ৷ সেই ধারাবাহিকতায় “শাইন মার্ট” এর পক্ষ থেকে আজকের এই সামান্য উপহার৷তিনি বলেন আমি ঢাকায় থেকে চা বিক্রি করেছি, বাসের কন্ট্রাকটারীসহ অনেক ধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ সবশেষে আজকের এই শাইন মার্ট। আপনাদের সহযোগিতায় শাইন মার্ট এ আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইনশাআল্লাহ।আমরা ক্রিকেটকে ভালোবাসি, সবসময় ক্রিকেটের পাশে থাকবো।সকলেই আমাদের জন্য দোয়া করবেন ও পাশে থাকবেন৷