1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে রাবি শিবির সভাপতির ৩ প্রস্তাব ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা জামালপুরে মির্জা আজম সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের বৈষম্যবিরোধী হামলা মামলায় নড়াইলে আ’লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেইভাবে পাবেন বেরোবিতে ” গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি পালিত বর্ণিল আয়োজনে ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এগার কলেজে নতুন অধ্যক্ষ উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন: উপাচার্য

মাগুরার বুকে একখন্ড ভবদাহ।জলাবদ্ধতায় দুই ইউনিয়নের ২০ গ্রামের এক লক্ষ মানুষের দুঃখের কারণ

তারিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

মাগুরার বুকে একখন্ড ভবদাহ।জলাবদ্ধতায় দুই ইউনিয়নের ২০ গ্রামের কয়েক হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন না হওয়ায় অন্তত এক লক্ষ মানুষের দুঃখের কারণ হয়ে দাড়িয়েছে।সরেজমিন তদন্তে দেখাযায় মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ও গোপাল গ্রাম ইউনেয়নের অন্তত ২০ গ্রামের মানুষ মাঠে অপরিকল্পিত মাছের ঘের তৈরী ও সরকারি ভাবে গুচ্ছ গ্রাম তৈরীর কারনে পানি নিষ্কাশন বন্ধ হয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।আর এ কারণে ফসল উৎপাদন না হওয়ায় এলাকার মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।গ্রাম গুলোর মধ্যে রয়েছে চেঙ্গারডাঙ্গা,বাহারবাগ,তাররা সংকোচখালি, নলনগর, গোপাল গ্রাম,সেনেরচর, ডহর সিংড়া, চরবাটা জোড়,মনিরামপুর,বামনডাঙ্গা,পলিতা,বিজয়খালী, জালিয়ার ভিটা সহ অন্তত ২০ গ্রাম।এ গ্রাম গুলোর মধ্যে অনেক গুলো বড় বিল রয়েছে।বিলের সাথে পানি নিস্কাষনের জন্য কয়েকটি মাঠে সংযোগ খাল রয়েছে।মাত্র ২/৩ বছর আগেও এ সকল মাঠে ধান,পাট,সরিশা, মুশুড়ী,পিয়াজ,রসুন,সব্জি সহ বছরে ৩/৪ ফসল উৎপাদন হতো।অথচ বর্তমান বছর গুলোতে সারা বছরই জলাবদ্ধতা থাকে। যে কারনে কোন ফসলই উৎপাদন হচ্ছে না।ডহর সিংড়া গ্রামের কৃষক গোলাম রব্বানী বলেন, আমার অন্তত ১০ একর জমি জলাবদ্ধ আছে।মাত্র কয় বছর আগেও বছরে ৪০/৫০ মন সরিশা পেতাম।ধান পেতাম ৫০০ মনের উপরে।কিন্তু এখন কোন ফসল না পেয়ে কষ্টে আছি।চেঙ্গার ডাঙ্গা গ্রামের মন্টু বিশ্বাস বলেন সরকার যদি আমাদের মাঠের জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নিতো তাহলে বিলের চার পাশের অন্তত ২০ গ্রামের লক্ষাধিক মানুষ এ দূরাবস্থা থেকে মুক্তিপেত।মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহার বলেন আমার কাছে সঠিক তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি ড.মোঃ ইয়াসিন আলী(01712990656) বলেন গ্রামবাসীকে আমাদের সাথে যোগাযোগ করতে বলেন আমরা ব্যবস্থা নেব।মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সরোয়ার জাহান সুজন( 01819846199) বলেন উপজেলা নির্বাহী অফিসার কে বলেন। তিনি মোবাইল কোর্টর মাধ্যমে ব্যবস্থা নিতে পারবেন। পাশাপাশি আমাদের কাছে একটি দরখাস্ত দিতে বলেন গ্রামবাসীকে আমরাও ব্যবস্থা নেব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com