আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় আল ফুরকান ইসলামী একাডেমীর শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
বগুড়ার শিবগঞ্জ আমতলী বন্দরে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আল ফুরকান ইসলামী একাডেমী প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে আবাসিক, অনাবাসীক ও ডেকেয়ারের ব্যবস্থা। প্রতিষ্ঠানটিতে নূরানী, মক্তব, হিফজ,ও কিতাব বিষয়ে পাঠদান করা হবে বলে জানিয়েছেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা।তিনি আরো বলেন,প্রতিষ্ঠানটি নিজেস্ব ভবনে মনোরম পরিবেশে সম্পূর্ণ ইসলামী শরীয়ত সম্মত লেখা-পড়ার সু-ব্যবস্থা রয়েছে। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থা রয়েছে । পরিচালক রানা আরো বলেন,প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাভুক্ত ও শিতাতপ নিয়ন্ত্রিত। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর এবং জাতীয় ও ধর্মীয় দিবস পালিত হবে। প্রতিষ্ঠানটি ঘুরে দেখা গেছে সবমিলিয়ে উপজেলার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।