1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন কমলনগরে দেশকে অশান্ত করার অভিযোগে ৮ টি বাস এবং ১০ টি মাইক্রোবাস ভর্তি লোকজন ছাত্র-জনতার কাছে আটক জয়নগর গ্রামে জমি জমার জের ধরিয়া মারামারি, ২ জন হাসপাতালে ভর্তি রাবি অধ্যাপক সাহালের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগ সহকর্মীর জাজিরায় নজরুল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন সমন্বয় ছাড়া নগরের টেকসই উন্নয়ন সম্ভব নয়, চসিক মেয়র অগ্রগতির পথে নারীর যাত্রা আরো গতিময় করতে হবে টঙ্গীবাড়িতে আধা পচা আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে আমদানির ২১ টাকা কেজি আলু বাজারে ৭৫ টাকা বন্ধ পাট চালুর দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ

দুর্নীতি প্রতিরোধে শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে
 শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ নভেম্বর ২০২৪ : ‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’- এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর ২০২৪) সকালে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সার্বিক সহযোগিতায় তথ্য অধিকার আইন ২০০৯ এর বহুল প্রচার ও প্রসারের লক্ষ্যে উপজেলা পরিষদের মাঠে  এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সরকারি ও বেসরকারি পরিষেবার সকল তথ্য জনগণকে জানানো বাধ্যতামূলক। এজন্য তথ্য অধিকার আইন-২০০৯ প্রণীত হয়েছে। এই তথ্যের অবাধ প্রবাহ সহজলভ্য করে জনগণের সেবাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নিমিত্তে এই মেলার আয়োজন।উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের সভাপতিত্বে এবং সনাক সদস্য কাজী আসমা বেগমের সঞ্চালনায় এ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, টিআইবি’র এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, ও তথ্য মেলা আয়োজক কমিটির আহবায়ক সৈয়দ ছায়েদ আহমেদ। তথ্য মেলায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির সহ অন্যান্য সাংবাদিকরা।দুইদিনব্যাপী এ তথ্যমেলায় সরকারি-বেসরকারি সেবাদানকারী ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।এছাড়াও তথ্যমেলা উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, গণ শুনানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা, তথ্যভান্ডার উপস্থাপন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাক সদস্য মাহমুদুল ইসলাম সোহেল, সনাক সদস্য রিনা মজুমদার ও সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য। বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাক সদস্য এডভোকেট আলাউদ্দিন, সনাক সদস্য রিতা দত্ত ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তাজপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. এস এ মোতাকাব্বির মাসুদ। সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com