1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে বিএনপি’র একাংশের গণসমাবেশ অনুষ্ঠিত মাগুরছড়া পুঞ্জিতে খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত পটুয়াখালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’ আশাশুনির বুধহাটা বাজার(আই বি ডব্লিউ এফ)কমিটি গঠন।।সভাপতি-হাসান,সেক্রেটারী আক্তারুজ্জামান মনোনী ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুহুর্তেই চলন্ত বাসে আগুনের লেলিহান শিখায় জ্বলসে গেলো কয়েকজন পটিয়া কুসুমপুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা সভা জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন

তানভীর হক শাকিল
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ১২১ ভোট এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি অধ্যাপক ড. মামুনুর রহমান ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মোট ৪০৮ জন ভোটার ছিলেন যার মধ্যে ২৮২ টি ভোট কাস্ট হয়েছে এবং ৬টি ভোট বাতিল হয়েছে।

কমিটির অন্যরা হলেন, সহসভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ড. ধনঞ্জয় কুমার ও কোষাধ্যক্ষ ইব্রাহিম আব্দুল্লাহ। এ ছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শাহজাহান মন্ডল, ড. আহসান-উল-আম্বিয়া, ড. মো আনিছুর রহমান, কে এম শরফুদ্দিন, ড. মো আমজাদ হোসেন, মো. মাজেদুল হক, ড. মিয়া মো. রাসিদুজ্জামান, সাহিদা আখতার, ড. আসাদুজ্জামান, ড. দেবাশীষ শর্মা।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, নির্বাচনে প্রগতিশীলতার জয় হয়েছে। সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা কাজ করব।

উল্লেখ্য এবারের শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নেয় নি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন বর্জন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ও সাদা দল। তবে পূর্ণ প্যানেলে মাঠে ছিলো  জামায়াতপন্থী শিক্ষকরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com