1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে রাবি শিবির সভাপতির ৩ প্রস্তাব ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা জামালপুরে মির্জা আজম সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের বৈষম্যবিরোধী হামলা মামলায় নড়াইলে আ’লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেইভাবে পাবেন বেরোবিতে ” গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি পালিত বর্ণিল আয়োজনে ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এগার কলেজে নতুন অধ্যক্ষ উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন: উপাচার্য

মিয়ানমারের আরাকান রাজ্যে তীব্র যুদ্ধ আতংকে টেকনাফবাসী

শফিকুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এই লড়াইয়ে মর্টার শেল ও যুদ্ধবিমান থেকে ছোড়া গোলার বিস্ফোরণে আবারও কাঁপল কক্সবাজার টেকনাফ সীমান্ত। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত সীমান্তের বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে। এতে সীমান্তের একাধিক বাড়িঘরে ফাটল ধরেছে, প্রতিটি মুহূর্তে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।মঙ্গলবার (১৯ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, “মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। বারবার বিস্ফোরণের কারণে লবণ চাষি, নাফ নদী ও সাগরের জেলে এবং মাছ ব্যবসার ওপর নির্ভরশীল লোকজন চরম ক্ষতির মুখে পড়েছেন।” শাহপরীর দ্বীপ জেটিঘাটের বাসিন্দা নুর কামাল জানান, “রাখাইন রাজ্যের যুদ্ধে আমরা রাতে ঘুমাতে পারি না। মর্টার শেল ও যুদ্ধবিমানের গোলার বিকট শব্দ প্রায়ই শুনতে পাই।”টেকনাফ পৌরসভা জালিয়া পাড়ার এক বাসিন্দা জানান, “মধ্যরাতে বিস্ফোরণের শব্দ সবচেয়ে বেশি। সীমান্তের কাছে থাকায় মনে হচ্ছে যেকোনো সময় বাড়িতে মর্টার শেল পড়তে পারে।”বিজিপি চৌকি দখলে নিয়েছে আরাকান আর্মি সীমান্ত সূত্রে জানা গেছে, টানা নয় মাস ধরে আরাকান আর্মি ও মিয়ানমারের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এর মধ্যে আরাকান আর্মি মংডু টাউনশিপের আশপাশের একাধিক বিজিপি চৌকি এবং সেনা ক্যাম্প দখল করেছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ উল্লাহ নিজামী বলেন, “রাখাইন রাজ্যের বিস্ফোরণের বিকট শব্দ টেকনাফ সীমান্তেও শোনা গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সীমান্তবাসীর খোঁজ নেওয়া হচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ড ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com