দর্শন সামাজিক ব্যবধান দূরীকরনের সেতুবন্ধন,এই প্রতিপাদ্যেরাজশাহী কলেজ এর দর্শন বিভাগ কর্তৃক আয়োজিত দর্শন দিবস ২০২৪ ২১ নভেম্বর, বৃহস্পতিবার রাজশাহী কলেজ মিলনা়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় অনুষ্ঠানটি একটি আনন্দ রেলি রাজশাহী কলেজ মাঠ প্রদক্ষিণ করে পরবর্তীতে অডিটরিয়ামে আলোচনা সভা ও দর্শন দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ জহুর আলী, বিশেষ অতিথি উপাধ্যক্ষ মোঃ ইব্রাহিম আলী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রাজিয়া সুলতানা। উপস্থিত ছিলেন সকল শিক্ষক ও দর্শন বিভাগের সকল শিক্ষার্থী। উল্লেখ্য বিশ্ব দর্শন দিবস ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হবার পর থেকেই ২০০৫ সাল থেকে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার পালিত হয়। দিবসটি রাজশাহী কলেজ প্রতি বছরই বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণের মাধ্যমে পালন করে আসছে। আয়োজনে ছিল Ethics Club দর্শন বিভাগ ,রাজশাহী কলেজ।