1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা চৌরঙ্গী মেড়ে অবস্থিত মাগুরা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ২০২৪ লালমনিরহাটে বাবু গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরী বলেন মানুষ সংস্কার বুঝে না, বুঝে শুধু উন্নয়ন রাজশাহীর গোদাগাড়ীতে জুলাই-আগষ্টে গণঅভ্যুস্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়া যাত্রী ছাউনীর বেহাল অবস্থা তারেক রহমান ও শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের ও বৃহত্তর কর্মসূচির হুমকি হিন্দু সম্প্রদায়ের ৬৫তম রুহিয়া আজাদ মেলা উদ্বোধন দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু শেখ হাসিনা বাকশাল তৈরি করতে চেয়েছিলেন, ভেবেছিলেন গণতন্ত্রের মোড়কে বাকশাল চলবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হরিরামপুর ইউনিয়নে পন্থি ভূমি দস্যুকর্তৃক ৫ লক্ষ টাকার বাগানের গাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেন্দুয়ায় মসজিদের জায়গা দখলের পাঁয়তারা প্রতিবাদে সংবাদ সম্মেলন

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে

কেন্দুয়া পৌরশহরের গুলবাগ জামে মসজিদের সম্পত্তি দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে গুলবাগ জামে মসজিদের সম্পত্তি সুরক্ষা কমিটি এ সংবাদ সম্মেলন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মসজিদ কমিটির সদস্য মশিউর রহমান। এ সময় মসজিদের সহকারী মোতাওয়াল্লী সাজ্জাদুল হক আহমদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভূইয়া সবুজ, অর্থ সম্পাদক এমদাদুল হক দুলাল, সদস্য আব্দুল লতিফ ও মো. নুরুজ্জামান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পঠিত বক্তব্যে জানা গেছে, ১৯৭০ সালে ৯ শতাংশ ভূমির ওপর একটি নামাজখানা প্রতিষ্ঠা করেন বাহাউদ্দিন মল্লিক। পরে ১৯৭৮ সালে ওই নামাজখানাকে গুলবাগ জামে মসজিদ হিসেবে রূপান্তর করা হয়। পরিবারের লোকজন পর্যায়ক্রমে মসজিদের নামে আরও ৯ শতাংশ ভূমি দলিল করে দেন। বর্তমানে মসজিদের নামে ৩১ শতাংশ ভূমি রয়েছে। কিন্তু বাহাউদ্দিন মল্লিকের ছেলে এমএ বাকী মল্লিকের উত্তরাধিকারীগণ স্থানীয় অসাধু ভূমিদস্যুদের সহায়তায় পারিবারিকভাবে ঘরোয়া আপোষ বন্টননামা পাশ কাটিয়ে এবং তাদের প্রাপ্ত অংশ অন্যত্র বিক্রি করার পরও বিগত ২০১০ সালে দুইটি জমা খারিজের (১২৮০ ও ১২৮১) মাধ্যমে এজমালি পুকুরের (বিআরএস দাগ-১০২৩) ১৮ শতাংশ ভূমি বেআইনিভাবে তাদের নামে খারিজ (নামজারি) করিয়ে নেন। বিষয়টি জানার পর মসজিদ কমিটির পক্ষ থেকে নামজারি বাতিলের জন্য আবেদন করা হয়। মসজিদের সম্পত্তি সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভূইয়া সবুজ বলেন, গুলবাগ জামে মসজিদের মোট সম্পত্তি ৩১ শতাংশ। এরমধ্যে বাহাউদ্দিন মল্লিকের মৃত্যুতে তার ত্যাজ্যবিত্তে মসজিদ সংলগ্ন দিগদাইর মৌজাস্থিত ২২৮ নং বিআরএস রেকর্ডের ১০২৩ দাগের ১৮ শতাংশ পুকুরটির মালিকানার প্রকৃত সত্য গোপন করে অসৎ ও হীনস্বার্থে বেআইনি দখলের পাঁয়তারা চলছে। এতে মসজিদের বিভিন্ন ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। অশুভ ও অসৎ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিদের একতাবদ্ধ হওয়ারও অনুরোধ জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com