1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা চৌরঙ্গী মেড়ে অবস্থিত মাগুরা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ২০২৪ লালমনিরহাটে বাবু গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরী বলেন মানুষ সংস্কার বুঝে না, বুঝে শুধু উন্নয়ন রাজশাহীর গোদাগাড়ীতে জুলাই-আগষ্টে গণঅভ্যুস্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়া যাত্রী ছাউনীর বেহাল অবস্থা তারেক রহমান ও শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের ও বৃহত্তর কর্মসূচির হুমকি হিন্দু সম্প্রদায়ের ৬৫তম রুহিয়া আজাদ মেলা উদ্বোধন দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু শেখ হাসিনা বাকশাল তৈরি করতে চেয়েছিলেন, ভেবেছিলেন গণতন্ত্রের মোড়কে বাকশাল চলবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হরিরামপুর ইউনিয়নে পন্থি ভূমি দস্যুকর্তৃক ৫ লক্ষ টাকার বাগানের গাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লাখাইয়ে হীরা ২ ধান বীজ বিপ্লব স্টোর থেকে ক্রয় করে বিপাকে কৃষক

পারভেজ হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে
লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়নের লাখাই বাজারের বিপ্লব স্টোর থেকে হীরা ২ ধান বীজ ক্রয় করে বিপাকে পড়েছে স্থানীয় কৃষকেরা।লাখাই বাজারের বিএডিসির ডিলার  বিপ্লব স্টোর থেকে স্থানীয় কৃষকেরা হীরা ২ ধান বিজ কিনে জমিতে রোপন করলে,ঐ ধান বীজ থেকে চারা গজায়নি।এবং অনেক কৃষকেরা জানান তাদের বীজ পচে কালো হয়ে নষ্ট হয়ে গেছে।যার ফলে সময় মত জমিতে ধান চাষ করতে পারবে না বলে স্থানিয় কৃষকরা জানান।কৃষকরা বলেন পুরাতন বীজ  ক্রয় করে বেশি দামে বিক্রি করছেন বিপ্লব ষ্টোর।সুস্থ-সবল চারা এবং ভালো উৎপাদন পেতে হলে ভালো মানের বীজ ব্যবহার অত্যাবশকীয়। ভালো জাত ও বীজের মান ভালো না হলে ভালো কৃষকের অর্থ, শ্রম, সময় যেমন নষ্ট হয় তেমনি ঘাটতি সৃষ্টি হয় দেশীয় উৎপাদনের ওপরে।এমনিতেই দিন দিন কৃষিজমি কমছে। এর পরও নানা সংকট সামলে আমাদের দেশের কৃষকেরা এখনো কৃষি নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন। কিন্তু কৃষকের সম্মান ও মর্যাদা আমরা নিশ্চিত করতে পারিনি। বীজ নিয়ে কৃষকের সঙ্গে প্রতারণা কোনোভাবেই কাম্য হতে পারে না। যে বীজ আমাদের ভবিষ্যতের বেঁচে থাকার শর্ত পূরণ করে, সেই বীজ ব্যবস্থাপনাকে রাষ্ট্রের কৃষি বিভাগকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে।কৃষক পর্যায়ে বীজের মান যাচাইয়ের ব্যবস্থা উন্নত না হওয়া, কৃষকদের সচেতনতার অভাব, বাজারে বীজের মনিটরিং ব্যবস্থার দুর্বলতা, নিকটস্থ দোকান থেকে বীজ ক্রয়, এমনকি বীজের সিন্ডিকেটের ফলে ভেজাল বীজ কিনে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।তবে বেলাশেষে ক্ষতিগ্রস্ত হয় খেটে খাওয়া গরীব চাষীরাই।সম্প্রতি নামী দামী কোম্পানি এমনকি সরকারি বীজ উৎপাদন সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ভালো বীজ কিছু অসাধু ব্যবসায়ীরা মোড়ক পরিবর্তন করে বিক্রির ফলে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।কৃষকরা মোড়ক দেখে বীজ কিনে প্রতারিত হচ্ছেন। অবিকৃত মেয়াদ উত্তীর্ণ বীজ নতুন মোড়কে স্থানীয়ভাবে মোড়কজাত করে আবারো বিক্রির ফলে আশানুরুপ গাছ জন্মাচ্ছে না।জন্মালেও ফলন আসছে না। মোড়কে একটি জাত লেখা কিন্তু জন্মাচ্ছে অন্য জাত। সারা দেশেই প্রতিনিয়ত খবর পাওয়া যায় বীজ কিনে প্রতারিত হচ্ছেন কৃষকরা। কিন্তু কেনো? কৃষকরা কেনো বীজ কিনে প্রতারিত হবেন? এগুলো দেখার দায়িত্ব যাদের তারা কী করেন? আর কৃষকরা অভিযোগ করেই কি লাভ লাখাই স্বজন গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে কামাল মিয়া বলেন, আমিও কিছুদিন আগে বিপ্লব স্টোর থেকে হীরা ২ ধান বীজ ক্রয় করেছিলাম আমার ধান সব নষ্ট হয়ে গেছে। ধান থেকে কোন চারা গজায়নি।লাখাই স্বজন গ্রামের সৈয়দ হোসেনের ছেলে কৃষক আন্জব আলী জানান,আমি বিপ্লব স্টোর থেকে হীরা ২ ধানবীজ ক্রয় করেছিলাম, আমার ধান থেকে চারা গজায়নি এবং সব ধান কাল হয়ে পচে গেছে।এ ব্যাপারে বিপ্লব স্টোরের প্রোপাইটার প্রদীপ কে জিজ্ঞেস করলে, তিনি বলেন কোম্পানি থেকে ক্রয় করে এনেছি, এর বেশী আমি কিছু জানি না।কোম্পানির নাম জিজ্ঞেস করলে বলেন, গণ চীনের হাইব্রিড সুপ্রিম সীড কোম্পানি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com