‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে ৯নং সুটিয়াকাঠী ইউনিয়নে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উত্তর পূর্ব বালিহারী সরকারি প্রাঃ বিদ্যালয়ে নেছারাবাদ উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও নেছারাবাদ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মোঃ রোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি মোঃ বরকত ইসলাম হৃদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি মোঃ নূরুল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, ছাত্র অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ বিন ইয়ামিন রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তৃতায় মোঃ বরকত ইসলাম হৃদয় বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। জনগণ তাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। অর্ন্তবর্তীকালীন সরকার জনগণের সরকার। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। এই সরকারকে বুঝতে হবে, তাদের জনগণ বসিয়েছে, এমন কোনো কাজ করা যাবে না, যাতে সাধারণ মানুষ সরকারের বিপক্ষে যায়। প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তরুণদের নেতৃত্বে গণজোয়ারের মাধ্যমে দলীয় সরকার কর্তৃক দেশ পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।