যশোরের চিহ্নিত সন্ত্রাসী কবির চৌধুরীকে আটক করেছে যৌথ বাহিনী। ২২ নভেম্বর শুক্রবার ভোররাতে শহরের নাজির শংকরপুর তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয় আটক কবির চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারি ও মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে। তিনি শংকরপুর কয়লাপট্টির মৃত কিনাই চৌধুরীর ছেলে।কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর সাথে টহল ডিউটি করাকালে তারা জানতে পারেন নাজির শংকরপুর তিন রাস্তার মোড়ে সন্দেহজনকভাবে কয়েকজন ঘোরাফেরা করছে। সেখানে অভিযান চালিয়ে যৌথবাহিনী কবির চৌধুরীকে দেখতে পায়। এসময় ঘোরাফেরা কারণ সম্পর্কে জানতে চাইলে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি। ফলে তাকে আটকের পর সন্দেহজনক ঘোরাফেরার দায়ে আটক করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য, কবির চৌধুরী একজন চিহ্নিত সন্ত্রাসী। প্রকাশ্যে অস্ত্র উঁচু করে গুলি চালানোর সময় বিভিন্ন মিডিয়ায় তার বিরুদ্ধে ছবিসহ সংবাদ প্রকাশ হয়। সে থেকে কবির চৌধুরী দীর্ঘদিন পলাতক ছিলেন।