ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বান্দেরপার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক একটার দিকে একটি দোকানে আগুন দেখতে পান এলাকাবাসী। দ্রুতই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারটি গ্রামীণ এলাকায় হওয়ায় সন্ধ্যার পরই দোকানপাট বন্ধ হয়ে যায়। আগুন লাগার সময় বাজার ছিল জনমানবশূন্য।ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় স্থানীয়রা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কাপড়ের দোকান, ফাস্ট ফুড কর্নারসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী স্বপন (ছিদ্দিক) জানান, তার দোকানে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ছিল, যা আগুনে ধ্বংস হয়ে গেছে। অপর এক ব্যবসায়ী মনির হোসেন জানান, তার ফাস্ট ফুডের দোকানে ৫ লক্ষ টাকার মালামাল ছিল, যা পুড়ে সম্পূর্ণ শেষ হয়ে গেছে।ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।