শুক্রবার (২২ নভেম্বর) ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে ক্লাবের সদস্যদের আয়োজনে পুনরায় উদ্বোধন ঘোষণা করা হয়। ক্লাবের উদ্বোধন ঘোষনা করেন ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য এস এম আজাদ।ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীপুর সদর উপজেলার বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান। প্রধান অতিথি শাহ মোহাম্মদ এমরান বলেন, এদেশের মানুষকে ভালোবাসা দিয়ে এদেশের মানুষের মন জয় করতে চাই। ১৬ বছর আগের বিএনপি এবং ১৬ বছর পরের বিএনপির মধ্যে ব্যাপক ফাঁক। তিনি বলেন বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অনিয়ম করলে তার দায় জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কোন নেতা নেবে না । বক্তারা বলেন ২০০৪ সালে এই একতা যুব সংঘ ক্লাবটি সৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। ক্লাবের সদস্যরা এলাকার বিভিন্ন মানবতার কাজ, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার আয়োজন সঠিকভাবে তাদের কার্যক্রম চালালেও একটি ষড়যন্ত্রের কাছে হেরে যায়। তাই আবারো মানুষ মানবতার প্রতীক হিসেবে পুণরায় একতা যুব সংঘ ক্লাব যাত্রা শুরু করেছে। ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ সরোয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেনসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান থেকে ক্লাবের সদস্যরা ঘোষণা দেন সম্প্রতি সময়ের মধ্যেই একতা যুব সংঘ ক্লাবের আয়োজনে এলাকার জনগণের রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দেন তারা। ভবানীগঞ্জ ইউনিয়নের অসহায় মানুষের সহযোগিতা, মানবকল্যানে কাজ করা, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলা ধুলার আয়োজন করা এবং পত্রিকা পড়াসহ মানবতার কাজে এগিয়ে থাকবেন একতা যুব সংঘ ক্লাব এমনটাই মনে করেন বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী, ইউনিয়ন এবং জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ।