টাঙ্গাইল মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বংখুরী গ্রামের। বংখুরী বাজারের পার্শ্ববর্তী বংখুরী টু খাটিয়ারঘাট রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার ও নামমাত্র বালি ব্যবহার করার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি আবদুর রহিম সিকদারের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়,বাঁশতৈল ইউনিয়নের বংখুরী টু খাটিয়ারঘাট রাস্তাটি ৩৪৪ ফুট হবার কথা থাকলেও ২৯৩ ফুট রাস্তা নির্মাণের পর কাজ শেষ করা হয়েছে।এমনকি রাস্তাটি নির্মাণে নিম্নমানের ইট বিছানো ও কোনরকম নামমাত্র বালি ব্যবহার করার ফলে গাড়ি চলার সাথে সাথে ইট ভেঙ্গে যায়। নতুন রাস্তাটি ১ সপ্তাহের মধ্যেই বেহাল অবস্থা। আরও বলেন,দীর্ঘ বছর পর রাস্তাটির কাজ হয়েছে তবুও এত নিম্নমানের,এতে চলার উপযোগী নয়।বর্ষাকালে আমাদের এলাকার মানুষের যাতায়াত খুবই সমস্যা হয়।প্রতিদিন এই রাস্তাটিতে ৪-৫ টি ইউনিয়নের মানুষের চলাচল। জনগনের স্বার্থে রাস্তাটি মজবুত করে নির্মাণ করলে আমরা এলাকাবাসী উপকৃত হবো। অভিযুক্ত ইউপি সদস্য আবদুর রহিম সিকদার বলেন, যতটুকু কাজ বাকি আছে আমি এক সপ্তাহের মধ্যে তা করে দিব।এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন, কাজ ৩৪৪ ফুট হওয়ার কথা ৩৪৪ ফুটই হবে। যতটুকু বাকি আছে তা মেম্বারকে করে দিতে হবে।