মাগুরা জেলা শহরে অবস্থিত মাগুরা প্রেসক্লাব শুধু সংবাদ অঙ্গনেই নয়,মাগুরার সাজিক কর্মকান্ডসহ সাহিত্য সংস্কৃতি চর্চা ও লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। মাগুরা সহকুমা শহরে মাত্র হাতে গোনা কয়েকজন সাংবাদিক স্বাধীনতার পর পর মাগুরায় একটি সাংবাদিক প্রতিষ্ঠানের গুরুত্ব অনুভব করেন। ১৯৭২ সালের দিকে খান গোলাম মোস্তফা মাকুল, সুকুমার সরকার মদন, খান শরাফত হোসেন,নাজিমুল ইসলাম আরজু সিদ্দিকী, দীপক রায় চৌধুরী, চম্পক রায় চৌধুরী, সাইদুর রহমান, মীর আকবর আলী তাদের মধ্যে অন্যতম। ১৯৭৪ সালে এই সাংবাদিকরা একটি প্লাটফর্ম তৈরীর উদ্যোগ নেন। এ সময় খান গোলাম মোস্তফা মাকুলকে সভাপতি এবং অধ্যাপক সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি করা হয়। তারই আলকে ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে সরকার পতনের পর ১০ আগস্ট সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে বর্তমান সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হন। দীর্ঘ ২২ বছর পর ক্লাবে ৩১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অভিষেক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন মাহবুবুল আলম গোরা (মহাপরিচালক, বাংলা দেশ টেলিভিশন)। নভেম্বর ২০২৪ এ প্রায় ৬ শতাধিক অতিথিদের অংশগ্রহনে অভিষেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরার ১০ শহীদ ও ক্লাবের ৫ সদস্যদের সম্মাননা, নতুন সদস্য বরন, বিশিষ্ট কৃতি সন্তানদের সম্মাননা দেন। সকল অপসংবাদিকতার বিরুদ্ধে দীপ্ত কন্ঠে এগিয়ে যাবে ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাব ।