1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

রাবির কলা অনুষদের ১৩ জন শিক্ষার্থী পেল ডীনস্ অ্যাওয়ার্ড

ফজলে রাব্বী পরশ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১২টি বিভাগের ১৩ জন শিক্ষার্থী ডীনস্ অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন। স্নাতক (সম্মান) শ্রেণিতে কৃতিত্বপূর্ণ বিশেষ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।এসময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ একটি ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হয়।অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন,দর্শন বিভাগের মো. হাইরুল ইসলাম ও মোছা. শান্তা খাতুন, ইতিহাস বিভাগের খালিদ হাসান, ইংরেজি বিভাগের সাকিব আহমেদ, বাংলা বিভাগের মো. মাজহারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জোহরা আক্তার, আরবী বিভাগের মো. আবু তৈয়ব, ইসলামিক স্টাডিজ বিভাগের যোবায়ের আলম, সঙ্গীত বিভাগের অভিনব সরকার কাব্য, নাট্যকলা বিভাগের ফাহিমা খাতুন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের লিমা খাতুন, সংস্কৃত বিভাগের মোসা. সোনিয়া খাতুন এবং উর্দু বিভাগের রেজাউল করিম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ হাসান নকীব বলেন, “কোনো অ্যাওয়ার্ডই ব্যাক্তিগত অর্জন না। তার পিছনে বহু মানুষে অবদান থাকে।আমরা যেন পরিবার, রাষ্ট্র ও সমাজের কারও অবদান না ভুলে যাই। পুরুষ্কার পেয়ে ভালো লাগে। কিন্তু তার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বও বেড়ে যায়। যদি নাগরিক হিসেবে এগুলো ফিল না করা হয়, তাহলে এই পুরষ্কার বৃথা।সভাপতির বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের উদ্দেশ্য করে বলেন, “তোমরা গর্বিত বাবার গর্বিত সন্তান। লেখাপড়াকে উৎসাহ দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। তোমরা যখন চাকরিতে যাবে, তখন তোমাদের এগুলো মনে পড়বে। কবি বলেছেন, তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে তোমাকে কষ্ট করতে হবেই। ছাত্র বা অন্য কিছু হলেও। যারা আজকে ডীনস্ অ্যাওয়ার্ড নিয়ে বেরিয়ে যাচ্ছো, তোমাদের কাছে আমার আবেদন থাকবে, তোমরা যেন তোমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাও। যারা চেষ্টা করবে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। পরিশ্রমী ও মেধাবী হও এবং সৎ পথে নিজেকে পরিচালিত করো।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন এবং অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।
এসময় অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডীন অধ্যাপক ফজলুল হক-সহ বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রাবিতে প্রতিবছর একটি শিক্ষাবর্ষে একটি অনুষদের সকল বিভাগে ফলাফলের দিক থেকে প্রথম হওয়া শিক্ষার্থীদের ডীনস্ প্রদান করা হয়ে থাকে। যদিও সকল অনুষদ এখনো এই অ্যাওয়ার্ডটি চালু করতে পারেনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com