বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবস্থা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রবিবার বেলা ১১টায় বরগুনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বরগুনা ২৫০ সদস্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাজকিয়া সিদ্দিকাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার একেএম নাজমুল আহসান।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪’র বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ, দৈনিক ইনকিলাব এর বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, জাগো নারীর পরিচালক (প্রোগ্রাম) গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ সুলতানা আখি, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা. আয়েশা আক্তার, ফারজানা আক্তার, লায়লা আক্তার, মেরি আক্তার, মাধুরী রানী নাজনীন নেছা, হাসপাতালের স্টাফ মোঃ এনামুল কবির, মোঃ আল-আমিন, আবুল হোসেন প্রমুখ।মত বিনিময় সভায় বক্তারা বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা মান নিশ্চিতকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আলোকপাত করেন।প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ নাজমুল আহসান বলেন, বর্তমানে হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত আছেন। খুব শীঘ্রই হাসপাতালে নতুন ডাক্তার যোগদান করবেন বলে আমরা আশাবাদী।