1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) রাত ভর র‌্যাগিং ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে ৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।শনিবার(২৩ নভেম্বর) রাত আড়াইটায় এম.কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হচ্ছেন- স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪সেশন) ছাত্র হাসিবুর রহমান সবুজ, অভিজিৎ শর্মা, মৃদুল পাল, তোহাদিন নূরুল ও হাসিবুল ইসলাম নাহিদ। শনিবার রাত সাড়ে ৩ টার দিকে তাদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে র‌্যাগিংয়ে গুরুতর আহত শিক্ষার্থী হাসিবুর রহমান সবুজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মীর শহিদুল হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী বলেন, শনিবার গভীর রাতে এম.কেরামত আলী হলের একটি কক্ষে র‌্যাগিংয়ের এর নামে তাদের নির্যাতন করা হয়। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটলেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আলাপ কালে আরও জানা যায়, সিনিয়র শিক্ষার্থীরা এসে তাদের সকলের ফোন জমা নিয়ে একটা টেবিলে রেখে দেন। পরে তাদের কান ধরে উঠা বসা করানো সহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অনেক সময় তাদের জানালায় ঝুঁলানো থেকে শুরু করে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা শুরু করেছেন শিক্ষার্থীরা। এছাড়া র‍্যাগিংয়ের প্রতিবাদে ২০২৩-২৪ সেশনের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। রবিবার কোন অনুষদের নবীন শিক্ষার্থীরা ক্লাসকার্যক্রমে অংশগ্রহণ করেননি। এছাড়া অভিযুক্তদের শাস্তি কার্যকর না হলে ক্লাসে ফিরবেন না বলে ঘোষনা দিয়েছেন তারা।ঘটনার বিষয়ে পবিপ্রবির প্রক্টর প্রফেসর ড.আবুল বাশার খান বলেন, র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত ৭ শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে।যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ, দৈনিক দেশ বুলেটিন কে বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই অভিযুক্ত ৭ শিক্ষার্থীকে হল বহিষ্কার করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com