1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন

আফছা আলী খান
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৮ বার পড়া হয়েছে

দিনাজপোর  দিনাজপুরের চিরিরবন্দরে মিথ্যা হয়রানিমুলক মামলার  প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৬জন সাক্ষী।
রবিবার (২৪ নভেম্বর ) বিকেল ৪ ঘটিকায় উপজেলার ৭নং আউলিয়া পুকুর  ইউনিয়নের গার্মেন্টস বাজার এলাকার সি কে গার্মেন্টসে এ সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য উপস্থাপন করেন বড় গ্রামের তমিজ উদ্দিন এর ছেলে শাহজাহান সিরাজ ,শান্তিরবাজারের তমিজ উদ্দিন এর ছেলে ইসমাইল, মথুরাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে কুদ্দুস, রানিরবন্দরের আব্বাস আলীর ছেলে তোফাজ্জল, গছাহার গ্রামের মজির উদ্দিন এর ছেলে বাবুল, কারেঙ্গাতলী এলাকার মৃত ওসমান গনির ছেলে গোলাপ।মিথ্যা যড়যন্ত্রমুলক ও অর্থ আদায়ের অসৎ উদ্দেশ্যে আনীত চিরিরবন্দর থানার মামলা নং-১১, তাং – ১৬/১১/২৪ ইং, জি আর -২১৫/২৪ মামলার প্রেক্ষিতে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অত্র সাংবাদিক সম্মেলনে এই মর্মে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করিতেছি যে, মোঃ দুলাল আসাদুজ্জামান চৌধুরী বাদী হইয়া জি আর ২১৫/২৪ (চিরিরবন্দর) নম্বর ডাহা মিথ্যা, উদ্দেশ্যমূলক, অর্থ আদায়ের অসৎ উদ্দেশ্যে চিরিরবন্দর, খানসামা, কোতোয়ালি, পার্বতীপুরসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিগণকে (১৮৩ জন) আসামি করিয়া একটা মামলা আনয়ন করিয়া আমাদের নিম্ন স্বাক্ষরকারীগণকে স্বাক্ষী হিসাবে উল্লেখ করিয়াছেন।এজাহারীর এজাহারে বর্ণিত ঘটনা সম্পর্কে আমরা কিছু জানিনা বা দেখি নাই বা এরকম কোনো ঘটনা সি,কে গার্মেন্টস সংলগ্ন স্থানে কোনো অস্থায়ী বিএনপি অফিস ছিল না কিংবা বর্তমানেও নাই। সেখানে বিএনপির অস্থায়ী অফিস পোড়ানোর বা তৎসংলগ্ন দোকানপাট পুড়িয়ে যাওয়ার কোন ঘটনা ঘটে নাই।সম্পূর্ণ ব্যক্তিস্বার্থ এবং মামলা বাণিজ্য করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো এই মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে। যেখানে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আমাদের কোনরকম সম্পৃক্ততা নাই। দলের ভাবমূর্তি ক্ষুন্ন এবং আমাদের ব্যক্তি ইমেজ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে স্বাক্ষীগণের অজান্তে উক্ত মিথ্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে নাম দিয়েছে।আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা “প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে”। দলের একনিষ্ঠ অনুসারী হিসেবে আমরা তা দৃঢ়ভাবে অনুসরণ করি।সুতরাং এজাহারকারী ও জনৈক উকিল এর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সাজানোর তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রদর্শন করিছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com